৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জ জেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর পুলিশের নগ্ন হামলা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায়। কিন্তু কিছু অতি উৎসাহী পুলিশ সরকারের দালালি করতে গিয়ে বিএনপি ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এসময় তাদের তালিকা করা হচ্ছে বলেও জানান তারা। বক্তারা আরও বলেন, যারা জনগণের বুকে গুলি চালাচ্ছে, জনগণের রক্ত ঝরাচ্ছে, তাদের কোনো রেহায় নেই। ফেসিস্ট সরকারের পতন ঘটিয়ে এসব পুলিশ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। প্রত্যেকটা গুলির বিচার বাংলাদেশের মানুষ করবে। সংবাদ সম্মেলন শেষে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।