টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. একাব্বর আলী । এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিনব্যাপী লক্ষিন্দর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে গারোবাজার এসে শেষ হয়। শোডাউন শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, ঘাটাইল উপজেলার পাঁচটি ইউনিয়নে পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর উপজেলাজুড়ে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। তারা বিভিন্নভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন। রঙিন পোস্টার এবং ফেস্টুন লাগিয়ে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. একাব্বর আলী ব্যাপক ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। ইউনিয়নবাসীকে প্রার্থীতা জানান দিতেই তিনি বিশাল এ শোডাউনের আয়োজন করেন। লক্ষিন্দর ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. একাব্বর আলী বলেন, ‘আমি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ মাদক, সন্ত্রাস, এবং বাল্য বিয়ে নির্মূল করার চেষ্টা করে যাচ্ছি। করোনা মহামারীতে দুঃস্থ মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁচ্ছে দিয়েছি। সকলের কাছে দোয়া চাই। আমাকে পুনঃরায় চেয়ারম্যান নির্বাচিত করে ইউনিয়নবাসির সেবা করার সুযোগ দিন।