‘জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এমদাদুল হক সরদারের নেতৃত্বে কালকিনিতে সু-সংগঠিত হচ্ছে কৃষক লীগ। কৃষকদের অধিকার আদায়ে এবং সুখ দুঃখের অংশীদারও হচ্ছে কৃষকলীগ। সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে দেশ পরিচালনা করছে বলেই দেশে এখন আর সার ও বীজ সংকট হচ্ছে না। সারের জন্য কৃষকদের আন্দোলন করতে হচ্ছে না। বর্তমান সরকারের আমলে কৃষকরা ভাল সময় পার করছে। শুক্রবার বিকেলে নবগঠিত সাহেবরামপুর ইউনিয়ন শাখা কৃষক লীগের আনন্দ র্যালী ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ কৃষক লীগ কালকিনি উপজেলা শাখার সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন। বাংলাদেশ কৃষক লীগ কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক ফয়সাল আহম্মেদ সজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন মন্টুর সার্বিক পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুজাম্মেল হক মীর, যুগ্ম-সাধারন সম্পাদক কামরুজ্জামান শাহরিয়ার, যুগ্ম-সাধারন সম্পাদক কামাল সিকদার, উপজেলা কৃষক লীগ নেতা মোঃ নান্নু ফকির ও মোঃ কামরুজ্জামান রাসেল আকন, সাহেবরামপুর ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক ইউপি সদস্য কামাল রাঢ়ি, সাহেবরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফেরদাউস আলম সরদার, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ইরান, সাধারন সম্পাদক মতিউর রহমান মতিন, যুগ্ম-সাধারন সম্পাদক সাজিদুর ইসলাম বেল্লাল, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইউপি সদস্য আবু সালেক সহ স্থানীয় নেতৃবৃন্দ।