গাজীপুরের কাপাসিয়ায় আশংকাজন হারে বেড়েছে গরু চুরির ঘটনা। গরু মালিকরা রাত জেগে পাহারা দিয়েও ঠেকাতে পারছে না চুরি। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে খামারিরা। প্রায় রাতেই উপজেলার কোন না কোন এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। এতে করে কৃষক দিশেহারা হয়ে পড়ছে। গত ছয় মাসে কাপাসিয়ায় অন্তত ৫শ গরু চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, সম্প্রতি পাবুর গ্রাম থেকে ৭টি গরু চুরি হয়, চান্দুন থেকে ৬টি, বাঘিয়া থেকে ১২টি, রায়েদ মধ্যপাড়া থেকে ৩টি, হাইলজোর থেকে ২টি, ভাকোয়াদী থেকে ৪টি, কোটবাজালিয়া থেকে ১৩টি গরু চুরি হয়। পুলিশের নজরদারির অভাব আর রাত্রিকালীন টহল না থাকার কারণে চুরি ঠেকানো যাচ্ছে না বলে অনেকের অভিযোগ। সংঘবদ্ধ চোরের দল নানা নতুন কৌশলে গরু চুরি করে যাচ্ছে। এতে করে খামারি ও কৃষকরা চরম ভোগান্তিতে দিন পার করছে। গরু চুরি প্রতিরোধের দাবিতে গত শনিবার উপজেলার তাজউদ্দিন আহমদ চত্বরে মানববন্ধন করেন খামারিরা। মানববন্ধনে বক্তারা বলেন, গরু চুরি প্রতিরোধে আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি। আতঙ্ক নিয়ে কাটছে প্রতিটি রাত। চোর নতুন নতুন কৌশল অবলম্বন করছে। যার ফলে আমারাও বিপাকে পড়ছি। আতঙ্কে অনেকেই গরু বিক্রি করে দিচ্ছে। গরু চুরি প্রতিরোধ না করা গেলে কৃষক তার সহায় সম্বল হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়বে।