মোটরবাইক চালকদের হেলমেট পরিধানে এবং এবিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাতিক্রমী উদ্যেগ হাতে নিয়েছে শেরপুর জেলা পুলিশ। সোমবার (২১ নভেম্বর) দুপুরে শেরপুর জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের যৌথ আয়োজনে ৫ উপজেলায় এই সচেতনতামূলক কার্যক্রমের সূচনা করেন পুলিশ সুপার মো.কামারুজ্জামান।”পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পরুন” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে হেলমেট পরিহিত মোটরবাইক চালকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসমময় জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে মোটরবাইক চালকদের থামিয়ে সড়কে চলাচল বিষয়ে সচেতনকরা সহ বাইক ব্যবহারকারীদের হেলমেট পরার অভ্যাস গড়ে তোলার আহবান জানানো হয়। এছাড়াও যেসব চালকদের হেলমেট নেই। তাদেরকে একটি করে চকলেট উপহার দিয়ে সতর্ক করেন পুলিশ সুপার। এবিষয়ে পুলিশ সুপার মো.কামারুজ্জামান বলেন, যে সব মোটরবাইক চালকদেরকে হেলমেট ছিল তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। যাদের নেই তাদেরকে একটি করে চকলেট উপহার দিয়ে সতর্ক করেছি। শেরপুর জেলা পুলিশের এটি একটি চলমান কার্যক্রম। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমাতে এবং মোটরবাইক চালকদের হেলমেট পড়তে উৎসাহ যোগাতে। এরকম ব্যাতিক্রমী উদ্যেগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক, সদর সার্কেল হান্নান মিয়াসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।