শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে

কে আর্জেন্টিনা কে ব্রাজিল

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

কাতারে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২২। বাংলাদেশে ফুটবলভক্তদের মাঝে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত। দেশের বিনোদন দুনিয়ার তারকাদের কয়েকজনের কাছে তাদের প্রিয় দল ও বিশ্বকাপ ফুটবলের স্মৃতি সম্পর্কে জানতে চেয়েছিল বণিক বার্তা। কথা বলেছেন সাবিহা জামান শশী
আমাদের জেনারেশনের বড় অংশ আর্জেন্টিনার সাপোর্টার: গিয়াস উদ্দিন সেলিম
চলতি বছরের বিশ্বকাপের শিরোপা কার হাতে থাকবে বলে মনে করছেন? কে জিতবে, এটা বলা খুব মুশকিল। বিশ্বকাপে ভালো না খেললে এখানে টিকে থাকা যায় না। আর কিছুটা ভাগ্যও লাগে। যারা নান্দনিকতা থেকে বিচক্ষণতার সঙ্গে খেলেন তারাই বেশির ভাগ ক্ষেত্রে জিতে যান। গত কয়েক বছরের বিশ্বকাপের ভঙ্গিতে এটাই আমি দেখেছি। তবে আমার চাওয়া থাকবে আর্জেন্টিনা জিতুক। কারণ এটা মেসির শেষ ওয়ার্ল্ড কাপ। তাই আমি চাই ওরাই জিতুক। তবে জার্মানি, ফ্রান্স বা ব্রাজিলও জিততে পারে বলে আমি মনে করি।
আপনার প্রিয় দল পরবর্তী রাউন্ডে না গেলে তখন বিশ্বকাপ আর দেখা হয়? আমি সবসময় আর্জেন্টিনা সাপোর্ট করি। তবে খেলায় তারা বাদ পড়ে গেলে খেলা দেখি না এমন নয়। যখন আর্জেন্টিনা বাদ পড়ে যায়, তখন যারা ভালো খেলে ওই দলগুলো থেকে কোনো একটা দল সাপোর্ট করি। এটা হতে পারে ফ্রান্স, জার্মানি, ইতালি। আমি ব্রাজিল সাপোর্ট করি। ক্রিকেটে আমি বাংলাদেশের ডাই হার্ড ফ্যান। তবে যেহেতু বাংলাদেশ বিশ্বকাপ খেলে না, তাই এখানে আমি কোনো দলের ডাই হার্ড ফ্যান নই। আমরা যখন খেলা দেখা শুরু করেছি, তখন ম্যারাডোনা খেলতেন। ম্যারাডোনার জন্যই তখন থেকে আমাদের জেনারেশনের বড় অংশ আর্জেন্টিনার সাপোর্টার। ম্যারাডোনার খেলা দেখার সৌভাগ্য হয়েছে আপনার। এটা নিয়ে একটু বলুন।
আমাদের জেনারেশনের মানুষ ম্যারাডোনার খেলা দেখেছে। ম্যারাডোনা অসম্ভব ভালো খেলতেন। ছোটবেলায় পাড়ায় টেলিভিশন আসাটা ছিল উৎসবের মতো। মনে আছে ওই সময়ে ব্রাজিল আর আর্জেন্টিনার একটা ম্যাচ হয়েছিল। ওই খেলায় দুঙ্গা, ম্যারাডোনার মতো খেলোয়াড়রা মাঠে ছিলেন। আমার বেশির ভাগ বন্ধুই ছিল ব্রাজিলের সাপোর্টার। আর আমরা কয়েকজন বন্ধু আর্জেন্টিনার ভক্ত। সেবার আর্জেন্টিনা জিতেছিল। ওই সময়টা আমাদের আর্জেন্টিনার ভক্তদের জন্য ছিল খুব আনন্দের। ব্রাজিলের এভাবে হারাটা নিতে পারছিলাম না: বিদ্যা সিনহা মিম আপনি কোন দলের সাপোর্টার? আমি ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিলের খেলাটা দেখা হয়, কারণ ওদের খেলার আলাদা স্টাইল আছে। বিশ্বকাপের কোনো বিশেষ স্মৃতি? ২০১৪ সালের কথাই বলা যাক। ওইবারের বিশ্বকাপে তো ব্রাজিল বাজেভাবে হেরে গেল। সাত গোলে সেবার ব্রাজিল হারল। অন্যদিকে আমার ছোট বোন আর্জেন্টিনার সাপোর্টার। হারার পর ও আমাকে এত পচানি দেয় যে আমি একপর্যায়ে কান্না করেছিলাম। সেটাই প্রথমবার, যখন আমি বিশ্বকাপে ব্রাজিলের এভাবে হারাটা নিতে পারছিলাম না।
কাকে সর্বকালের সেরা খেলোয়াড় মনে হয়? আমার আসলে ওভাবে খেলা দেখা হয় না। নেইমার, মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো এরা ভালো খেলেন। তবে আলাদা করে কারো নাম বলার নেই সেভাবে। যারা ভালো খেলেন, তাদের খেলা দেখতে ভালো লাগে আমার।
এবারে বিশ্বকাপ উপভোগ করা নিয়ে ভাবনা? আমি বাসায় পরিবারের সঙ্গেই খেলা দেখব। আমি ঘরকুনো, তাই বাসায়ই খেলা দেখি। বাসার বাইরে গেলেও ঘর মিস করতে থাকি, তাই আলাদা করে আয়োজন করে খেলা দেখার বেলায়ও আমার বাসাই বেছে নেব।
পেপার কাটিং করে খেলোয়াড়দের ছবি রাখা ছিল ফেভারিট পাসটাইম: আশফাক নিপুণ
ফিফা বিশ্বকাপে আপনি কোন দলের সমর্থক? আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার। আমি যখন থেকে ফুটবল খেলা বুঝি, তখন থেকে ব্রাজিল সাপোর্ট করি। এবারো চাইব ব্রাজিল জিতুক। তবে এবারের বিশ্বকাপ নিয়ে কয়েকটি বিষয় আছে। আমার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। এবারে মেসির শেষ বিশ্বকাপ। মেসি আর্জেন্টিনার।
স্বাভাবিকভাবেই আমি চাই ব্রাজিল জিতুক। এবার তারা জিতলে ২০ বছর পর তারা বিশ্বকাপ জয় করবে। তবে যেহেতু মেসির শেষ বিশ্বকাপ এটা এবং সর্বকালের সেরা ফুটবলার বলা যায় তাকে, তাই এটাও চাইব মেসির হাতেই এবারের কাপ থাকুক। একবার জিতে গেলে আর্জেন্টিনার ফ্যানদের উল্লাস আর শেষ হবে না। চার বছর ধরে এটা শুনতে হবে। কিন্তু তাও মেসির জন্য এটুকু তো চাওয়াই যায়।
ছোটবেলার বিশ্বকাপের স্মৃতি… আমার ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশন বিশ্বকাপ খেলা দেখাত। তখন খুব একটা ডিশ অ্যান্টেনা ছিল না। আমি যখন ছোট ছিলাম, তখন বিশ্বকাপে ম্যাগাজিন বের হতো, যেখানে ফুটবল খেলোয়াড়দের কালার ছবি থাকত। আমি টাকা জমিয়ে বিশ্বকাপের ম্যাগাজিনগুলো কিনতাম। এটা থেকে আমি সে সময়ের প্লেয়ারদের প্রোফাইল বুঝতে পারতাম। ম্যাগাজিনগুলো থেকে আমি প্লেয়ারদের চিনে রাখতাম কারা বিশ্বকাপ ফুটবল খেলছে, কারা নতুন খেলবে এবার।
এছাড়া যে কদিন বিশ্বকাপ ফুটবল খেলা চলত সে কদিন আমাদের বাসায় কয়েকটা পত্রিকা রাখা হতো। মূলত আমার আর আমার ভাইয়ের জন্য এমনটা করা হতো। ওই সময় আমরা দুজনে পত্রিকায় ছাপা হওয়া খেলোয়াড়দের ছবি কেটে একটা বই বানাতাম। সব পেপার কাটিং এক করে বড় আকারের বাইন্ডিং খাতার এক পৃষ্ঠায় যে ক’টা ছবি রাখা যায় রাখতাম। ছবির সঙ্গে বিবরণও লিখতাম আমরা। যাতে কয়েক বছর পরও দেখে বুঝতে পারি ছবিটার মূল ঘটনা কী ছিল।
সে খাতাগুলো কি এখনো আছে? হ্যাঁ, এখনো আমার চট্টগ্রামের বাসায় আছে। বর্তমানে বিনোদনের মাধ্যমের অভাব নেই। এখন আমরা কয়েক দিকে সময় নষ্ট করতে থাকি। তখন এত কিছু ছিল না। সে সময় পেপার কাটিংয়ে খেলোয়াড়দের ছবি রাখাটা ছিল ফেভারিট পাসটাইম। এটা আমার কাছে খুব আনন্দের ছিল। এবারের বিশ্বকাপ দেখার পরিকল্পনা? আমি ওভাবে কোনো পরিকল্পনা করি না খেলা দেখা নিয়ে। আমার বন্ধুরা প্ল্যান করে, আমি শুধু ম্যাচ দেখি ওদের সঙ্গে। এবারের বিশ্বকাপের সময়ে যদি আমার শুটিং না থাকে, তাহলে খেলা দেখব। এবার যেহেতু এশিয়ায় খেলা হবে তাই বিকাল, সন্ধ্যা আর রাতেই খেলা হবে। আমার জন্য ভালো ছিল খেলাটা ইউরোপে হলে। তাহলে মিডনাইটের পরে খেলা দেখতে পারতাম। বাসায়ই হয়তো খেলা দেখব। আর বন্ধুদের সঙ্গে দেখব পরের রাউন্ডের ম্যাচগুলো। আমার যে বন্ধুরা ব্রাজিলের সাপোর্টার, তাদের সবাইকে নিয়ে বড় স্ক্রিনে খেলা দেখি। এবারো করব হয়তো।
ছোটবেলা থেকেই আমি ব্রাজিল সাপোর্ট করি: বাপ্পি চৌধুরী
কোন দলের ডাই হার্ড সাপোর্টার আপনি? আমি যখন থেকে খেলা বুঝি, তখন থেকেই দেখে আসছি ব্রাজিলের খেলোয়াড়রা সবার থেকে আলাদা এবং তারা অনেক ভালো খেলেন। তাই ছোট থেকেই আমি ব্রাজিল সাপোর্ট করি সবসময়। রোনালদো, রোনালদিনহো, রোমারিও, দুঙ্গার মতো ভালো খেলোয়াড় তাদের ছিল। এখনো ভালো খেলোয়াড় রয়েছে ব্রাজিলের।
সর্বকালের সেরা খেলোয়াড় কাকে মনে করেন? আসলে বিশ্বকাপে প্রতি বছরই কিছু ভালো খেলোয়াড় মন জয় করে নেন। আর কেউ আছেন, যারা বরাবরই ভালো খেলেন। এদেরই আমার কাছে সর্বকালের সেরা খেলোয়াড় মনে হয়। মেসি, নেইমার, কাকা, ক্রিস্টিয়ানো রোনালদো এরা বরাবরই ভালো খেলেন। বিশ্বকাপ নিয়ে আপনার স্মৃতি…. বেশির ভাগ সময় তো বিশ্বকাপের ম্যাচগুলো রাতে হয়। ছোটবেলায় বিশ্বকাপের সময় আমি মামা বাড়ি থাকতাম। তখন সারা রাত জেগে আমরা সবাই খেলা দেখতাম। সে সময় তো সব বাসায় টিভি ছিল না। মামার বাসায় টিভি ছিল, সেখানে ৬০-৭০ জন মানুষ একসঙ্গে খেলা দেখত।
এবারের ম্যাচগুলো দেখার প্ল্যান কী? ফ্যামিলি উইথ ফ্রেন্ড খেলা দেখব। আমরা সব বন্ধু প্ল্যান করছি বড় একটা প্রজেক্টর কেনার। তাহলে সবাই মিলে একসঙ্গে ম্যাচগুলো উপভোগ করা যাবে।
চ্যাম্পিয়ন কে হবে মনে হচ্ছে? আমি ব্রাজিলের সাপোর্টার, তাই চাই তারাই যেন জেতে। ব্রাজিল ভালো খেলে, তবে কিছুটা খামতি থেকে যায় ইদানীং। আমি চাই যারা ভালো খেলবে, তারাই যেন এবারে বিশ্বকাপের শিরোপা জেতে। তবে এবার ব্রাজিলের খেলা নিয়ে আমি অনেক বেশি আশাবাদী, দেখা যাক কী হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com