শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

ইসলামপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এনএসভিসির আলোচনা সভা

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

সবার মাঝে ঐক্য গড়ি, নারী, শিশু নির্যাতন বন্ধ করি এই প্রতিপাদ্যের আলোকে ইসলামপুরে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার সামিউল হক। অস্ট্রেলিয়া সরকারের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহায়তা আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন ওয়ার্ল্ড ভিশন এনএসভিসি প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক মৌলানা হানিফুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, জেন্ডার বিষয়ক কর্মকর্তা পারভীন প্রমুখ। সভায় নারী ও শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধে সমাজের বিভিন্ন শ্রেণি, পেশার মানুষদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলে গণজাগরণ তৈরি সৃষ্টি করার আহ্বান জানানো হয়। এছাড়া মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরান ও হাদিছ এবং অন্যান ধর্মগন্থের আলোকে নারী নির্যাতন বন্ধে করণীয় বিষয়ে আলোচনা করার অনুরোধ করা হয়। পাশাপাশি পরিবারভিত্তিক সচেনতা সৃষ্টি ও তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে অভিভাবকদের দায়িত্ব পালনের কথা সভায় তুলে ধরা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com