শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

বিড়ালটির সম্পদ মূল্য ৯৭ মিলিয়ন ডলার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

বিড়াল হয়ে জন্মানোও ভাগ্যের ব্যাপার। অন্তত টেলর সুইফটের পোষ্যটি সেটাই মনে করে। অল অ্যাবাউট ক্যাটসের একটি নতুন প্রতিবেদন অনুসারে, পপ তারকা টেলর সুইফটের প্রিয় অলিভিয়া বেনসন নামের স্কটিশ বিড়ালটি বিশ্বের তৃতীয় ধনী পোষ্য। চিত্তাকর্ষক নখর বিশিষ্ট এই মোটা বিড়ালটির আনুমানিক সম্পদ মূল্য ৯৭ মিলিয়ন ডলার। তবে সম্পত্তির বিচারে বিশ্বের জনপ্রিয়তম নালা ক্যাটই এগিয়ে থাকবে। সিয়ামিজ ও ট্যাবি মিক্স প্রজাতির এই বিড়ালের মোট সম্পত্তির পরিমাণ ১০০ মিলিয়ন ডলার। ইতালীয় মিডিয়া কোম্পানি গুন্থার কর্পোরেশনের মালিকানাধীন জার্মান শেফার্ড গুন্থার সিক্স-ও পিছিয়ে নেই। ৫০০ মিলিয়ন ডলারের সাথে বিশ্বের সবচেয়ে ধনী পোষা প্রাণীর পুরস্কার জিতে নিয়েছে সে।
তালিকাটি তৈরী করা হয়েছিল পোষা প্রাণীগুলির সম্ভাব্য বেতন কত তা ইনস্টাগ্রাম মারফত বিশ্লেষণ করে। ২০২০ সালে, সুইফট একটি সোফায় ছড়িয়ে বসে থাকা অলিভিয়ার একটি ছবি পোস্ট করেছিলেন, যা তার ইনস্টাগ্রাম পৃষ্ঠায় ২ মিলিয়নেরও বেশি লাইক পেয়েছিলো । নিউইয়র্ক পোস্ট মন্তব্যের জন্য সুইফটের প্রতিনিধির কাছে পৌঁছে গেছিলো ।”মিডনাইটস” অ্যালবামের তারকা তার বিড়ালকে কতটা ভালোবাসেন তা জানাতে লজ্জা পাননি।
বরং তিনি সোজাসাপ্টা জানিয়ে দেন Law & Order: Special Victims Unit‘ এর জনপ্রিয় অভিনেত্রী মারিস্কা হারগিতার নামেই তিনি তাঁর আদরের পোষ্যটির নাম রেখেছেন। টেলরের তুলতুলে বিড়াল তার “Blank Space” এবং “Me!”- মিউজিক ভিডিওর পাশাপাশি ২০১৪ সালে ডায়েট কোকের জন্য একটি বিজ্ঞাপনেও মুখ দেখিয়েছে । সবচেয়ে ধনী পোষা প্রাণীর তালিকায় বেনসনের পিছনে আছে অপরাহ উইনফ্রের কুকুর স্যাডি, সানি, লরেন, লায়লা এবং লুক। এদের মোট সম্পত্তির পরিমাণ ৩০মিলিয়ন।
প্রয়াত কার্ল লেগারফেল্ডের বিড়াল শোপেটের সম্পদের মূল্য ১৩ মিলিয়ন । প্রয়াত অভিনেত্রী বেটি হোয়াইটের কুকুর পন্টিয়াকের সম্পদের পরিমান ৫ মিলিয়ন। ইনস্টাগ্রাম-বিখ্যাত পাগ প্রজাতির কুকুর টাকার এবং মারুতারো প্রতিটি ভিডিওর জন্য ১.৫ মিলিয়ন রোজগার করে ।
সুইফট আরও একটি বিড়ালের মালিক যার নাম বেঞ্জামিন বাটন। ২০০৮সালের সিনেমা “দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন”-এ ব্র্যাড পিটের চরিত্রের নামে নিজের পোষ্যটির নামকরণ করেন টেলর । সূত্র: nypost.com




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com