গাইবান্ধায় বালাসী বাউল সংগীত একাডেমীর উদ্যোগে বন্যায় ভেঙ্গে যাওয়া প্রায় ৮০-১০০ ফুট রাস্তা মেরামত করা হয়েছে। শুক্রবার সকালে কঞ্চিপাড়া ইউনিয়নে একাডেমী বাজার হইতে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের রাস্তাটির মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তা বন্যায় ভেঙ্গে যাওয়া অংশ মেরামত করা হয়। জানা যায় গত ২০১৯ সালের ভয়াবহ বন্যায় এই রাস্তার প্রায় ৮০-১০০ ফুট জায়গা ভেঙ্গে যায়। এরপর স্থানীয়দের সহযোগীতায় বালু দিয়ে ভরাট করা হলেও তা যাতায়াতের সুব্যবস্থা নাহওয়ায় প্রায় যাত্রীরা দূর্ঘটনার শিকার হত। এই রাস্তা দিয়ে উড়িয়া, উদাখালী, ফজলুপুর ও কঞ্চিপাড়া ইউনিয়নের প্রায় ২০ হাজার লোক প্রতিদিন যাতায়াত করেন। জনগণের দূর্ভোগ লাঘবে বালাসী বাউল সংগীত একাডেমীর উদ্যোগে ও এলাকার যুবদের প্রচেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্ত ভাঙ্গা রাস্তার মেরামত করতে সক্ষম হয়। বালাসী বাউল সংগীত একাডেমীর সাবেক সভাপতি আঃ সালাম বলেন- বন্যায় ক্ষতিগ্রস্ত এই রাস্তার ভাঙ্গা অংশের জন্য দীর্ঘদিন যাবৎ লোকজন যাতায়াত করতে দূর্ঘটনার কবলে পড়তে হয়েছে। তাই আমরা সর্বস্তরের জনগণের সহযোগীতায় মেরামত করলাম। মেরামত কাজে বালাসী বাউল একাডেমীর উপদেষ্টা রেজওয়ান আশরাফ এলিজ চার ট্রাক বালু, লিটন সরকার ১০০টি প্লাস্টিকের বস্তা, এলাকার জনগণ ১০০টি বড় বাঁশ এবং সার্বিক সহযোগীতায় করেছে বালাসী বাউল সংগীত একাডেমী। উপস্থিত ছিলেন অন্যতম উপদেষ্টা রেজওয়ান আশরাফ এলিজ, সভাপতি মশিউর রহমান, সাধারন সম্পাদক সেলিম মিয়া,কোষাধ্যক্ষ বাউল খোকন, উপদেষ্টা খোরশেদ আলম, সিজু মন্ডল, রুকু মন্ডল, কামাল, নান্টু, সাজু, পাপুল, মির্জা, রেজাউল, সুজন,মতিয়ার, সোহাগ, ইয়াকুব, জাহাঙ্গীর, নয়া মিয়া, বেলালসহ অনেকে।