কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আসন্ন বারপাড়া ইউপি নির্বাচনে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন, চেয়ারম্যান প্রার্থী গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ সদস্য সফিউল বাশার সুমন। সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের কানড়া গ্রামে সফিউল বাশার সুমনের নিজ বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। নির্বাচনে একজন শত্তিমান প্রার্থী হিসেবে অত্র ইউনিয়নে ভোটারদের কাছে নিজেকে শত্তিমান প্রার্থী মনে করেন তিনি। বাশার সুমন আসন্ন নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যত্ত করেন। মতবিনিময়কালে তিনি বলেন নির্বাচনে জয়ী হলে বারপাড়াকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। বর্তমান সরকার এর অঙ্গীকার গ্রাম হবে শহর বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবেন সুমন। তিনি ইউনিয়নের সব সেবা জনগণের দোঢ়গোড়ায় পৌছে দেওয়ার অঙ্গীকার করেন। সফিউল বাশার সুমন নিজেকে একজন সেচ্ছাসেবী বলে দাবী করেন। বৃহৎ পরিসরে সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হতে চান। তিনি আরো বলেন, আমার জয় মানেই বারপাড়া ইউনিয়নবাসীর জয়। বিগত ৩০ বছর এই ইউনিয়ন ছিল উন্নয়ন বঞ্চিত। নির্বাচিত হয়ে উন্নয়নের মধ্য দিয়ে বারপাড়া ইউনিয়নকে আমূল পরিবর্তন করবেন বলে যোগ করেন চেয়ারম্যান প্রার্থী শফিউল বাশার সুমন। প্রতিষ্ঠিত আইটি ব্যবসায়ী শফিউল বাসার সুমন বলেন,বারপাড়া ইউনিয়ন এর প্রতিটি গ্রামের প্রতিটি বাড়ী থেকে থেকে তার নিজ উদ্যোগে আইটিতে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। মতবিনিময়কালে গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রতিদিনের আব্দুল করিম সরকার,ভোরের কাগজের জাকির হাজারী, আমাদের সময়ের মোহাম্মদ আলী শাহীন,জনকন্ঠের শামিম রায়হান, খবরপত্রের আবু কোরাইশ আপেল, অবজারভারের কামরুল চৌধুরী, নিউ এইজের লিটন সরকার বাদল,বাংলাদেশ টুডের হোসাইন মোহাম্মদ দিদার,ভোরের ডাকের মামুনুর রশিদসহ আরো অনেকেই।