গণযোগাযোগ অধিদপ্তর এর মাঠ পর্যায়ের কার্যালয় কর্তৃক দাখিলকৃত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা, ২০২২-২০২৩ এর ২য় ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর ২০২২) বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনের ওপর ফিডব্যাক প্রদান সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা আজ এ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ নিজামূল কবীর। মহাপরিচালক মহোদয় তাঁর বক্তব্যে সকল কর্মকর্তাবৃন্দকে অধিদপ্তরের কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করার নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি সকলের সহযোগিতায় গণযোগাযোগ অধিদপ্তর কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব ইয়াকুব আলী। কর্মশালায় বিভিন্ন বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পরিচালক (প্রচার ও সমন্বয়) জনাব হাছিনা আক্তার, পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) জনাব, মোঃ লিয়াকত হোসেন ভূঞা। কর্মশালা শেষে মহাপরিচালক মহোদয় লালমনিরহাট তথ্য অফিসের তথ্য অফিসার জনাব মো. মামুন অর রশিদ এর প্রকাশিত “স্বাচ্ছন্দ্যে শুদ্ধ বাংলা বলা ও লেখা” শীর্ষক বই এর মোড়ক উন্মোচন করেন। কর্মশালায় সদরদপ্তরের সকল কর্মকর্তা সরাসরি এবং সারা দেশের ৬৮ তথ্য অফিসের অফিস প্রধানগণ জুম প্লাটফর্মে অংশগ্রহণ করেন।