শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

সরকার যখনই সমস্যায় পড়ে তখনই দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে-কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

আওয়ামী দুঃশাষন হটাও সমাজতন্ত্রের লক্ষে ব্যবস্থা বদলের লড়াই জোরদার করা সহ ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার বরিশাল বিভাগীয় জনসভায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, এই সরকার যখনই সমস্যায় পড়ে তখনই দেশের ভিতর হিন্দুদের উপর অত্যাচার করে একটি সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। আওয়ামী লীগ সবসময় ভাবে হিন্দুদের ভোটতো আমাদের ওদের উপর হামলা করে অন্যদের উপর চালিয়ে ফায়দা লুঠে নিতে চায়। এই সরকার জঙ্গিবাদ, হেফাজত দিয়ে দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার পাশাপাশি শিক্ষা পাঠ্য পুস্তকে বিক্রিত করে শিক্ষ ব্যাবস্থা অচল করে দিয়েছে। তারা আরো বলেন, সরকার উন্নয়নের নামে রাষ্ট্রের কোষাগার শুণ্য করে দিয়ে সাধারন জনগণের কাধের উপর বোজা চাপিয়ে দিয়ে প্রথানমন্ত্রীর মদতে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে। এসময় বক্তারা অঅরো বলেন সামনে জাতীয় নির্বাচন যদি সুষ্ঠ ভোট হয় তাহলে আওয়ামী লীগ তার ক্ষমতা হারাবে বুজেই তারা ফ্যাসিবাদি চরিত্র প্রকাশ করতে শুরু করেছে। জনগণের ¯্রােত সৃষ্টি করে মেহনতি মানুষের জন্য জণ্যই সবসময় কথা বলে যাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার বিকালে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার আয়োজনে ও বাম গণতান্ত্রিক জোট সমন্বয়কারী ও সিপিবি সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে ও নৃপেন্দ নাথ বাড়ৈর সঞ্চলনায় বিভাগীয় জন সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়কারী, বাম গণতান্ত্রিক জোট ও সাধারন সম্পাদক সমাজতান্ত্রিক দল বাসদ, কেন্দ্রীয় সাধারন সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কমরেড রুহিন হোসেন প্রিনস, কেন্দ্রীয় সাধারন সম্পাদক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কমরেড ইকবাল কবির জাহিদ। এসময় আরো বক্তব্য রাখেন স্থানীয় বাংলদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকন প্রমুখ। এর পূর্বে বরিশাল অঞ্চল থেকে মহিলা-পুরুষ লাল পতাকার মিছিল নেয়ে জনসভায় আংশ গ্রহন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com