শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
শামসুজ্জামানকে গ্রেফতারের বিষয়টি আগে বললে ভালো হতো: তথ্যমন্ত্রী শপিংমলে অনিয়ম পেলে কমিটির বিরুদ্ধে ব্যবস্থা: ভোক্তার ডিজি দেশে কেউ না খেয়ে দিন কাটায় না: কাদের ঈদের ৭ দিন ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে: খালিদ মাহমুদ চৌধুরী ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে ৩৫.৬৯ শতাংশ বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: ড. মুহাম্মদ রেজাউল করিম ৩৫ ঘণ্টা পর সাংবাদিক শামসুজ্জামান কারাগারে গাজীপুরের জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে রায়ের দিন পেছালো ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র: সুলভমূল্যের দুধ-ডিম-মাংসের চাহিদা বাড়ছে

রুশোতে মুগ্ধ ক্রিকেট দুনিয়া

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩

আবারো পাহাড়সম রান সংগ্রহ করেও ম্যচ হারলো পেশোয়ার জালমি, টানা দুই ম্যাচে বলের দ্বিগুণ রান করেও পাড় পেল না দলটি৷ কোয়েটার বিপক্ষে ২৪০ রান করেও ৮ উইকেটে হারের পর গত শুক্রবার মুলতান সুলতানের বিপক্ষে ২৪২ রান করেও ৪ উইকেটে হেরে গেছে পেশোয়ার। মুলতানকে জয় এনে দিয়েছেন রাইলি রুশো, ৫১ বলে ১২১ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার।
টস জিতে ব্যাট করতে নেমে শুক্রবারও পেশোয়ারকে ভালো শুরু এনে দেন অধিনায়ক বাবর আজম ও সাইম আইয়ুব। দু’জনেই পেয়েছেন অর্ধশতকের দেখা, জুটিও ছুঁয়েছে তিন অংকের ঘর। ১১.৪ ওভারে প্রথম উইকেট হারায় পেশোয়ার, ৩৩ বলে ৫৮ রান করে আউট হন সাইম। পরের ওভারেই বাবরের উইকেটও হারায় তারা, ৩৯ বলে ৭৩ রান করে আব্বাস আফ্রিদির প্রথম শিকার হন তিনি।
দ্রুত দুজন সেট ব্যাটারকে হারালেও রানের গতি কমেনি পেশোয়ারের, কমতে দেননি মোহাম্মদ হারিস; ১১ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। তবে একই ওভারে তাকে ও রভম্যান পাওয়েলকে তুলে নেন আব্বাস, রভম্যান করেন ২ রান। এক ওভার পরেই আব্বাস পেয়ে যান তার চতুর্থ শিকার, হাসিবুল্লাহকে ৭ রানে আউট করেন তিনি। দলীয় রান তখন ১৬.৩ ওভারে ৫ উইকেটে ১৮৪।
এমতাবস্থায় বাকি পথটার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন টম ক্যাডমোর, ওমরজাইকে নিয়ে গড়েন ২০ বলে ৫১ রানের বিধ্বংসী জুটি। ১৮ বলে ৩৮ রান করে শেষ ওভারে আউট হন ক্যাডমোর। শেষ দিকে ওয়াহাব রিয়াজের ২ বলে ৭ রানে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৪২ রানের সংগ্রহ পায় পেশোয়ার। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় মুলতান। ২.৪ ওভারের মাথায় দলীয় ২৮ রানে শান মাসুদের উইকেটও হারায় মুলতান। ফলে খানিকটা হলেও কপাল কুঁচকে উঠে মুলতান সমর্থকদের। তবে সময়ের সাথে সাথে তা দূর করে দেন রাইলি রুশো। প্রথমে পোলার্ডের সাথে ৪৩ বলে ৯৯ রানের জুটি গড়েন রুশো। পেলার্ড ২৫ বলে করেন ৫২ রান।।
এরপর টিম ডেভিড দ্রুত ফিরলেও পথ হারায়নি পেশোয়ার, রাইলি রুশো পথেই রাখেন দলকে।খুশদিল শাহের সাথে ৩০ বলে ৫৮ রানের জুটি গড়ে ম্যাচেই রাখেন পেশোয়ারকে। এমতাবস্থায় পিএসএল ইতিহাসের সবচেয়ে দ্রুততম শতক করে ফেলেন রুশো, মাত্র ৪১ বলে শতক ছুঁয়েছেন তিনি। এর আগে ১৪ বলে ১৮ রান করে আউট হন খুশদিল। বাকি পথটা রুশোই দেখিয়ে দিয়ে যান, আনোয়ার আলির সাথে ১৩ বলে ২১ রানের জুটি গড়েন তিনি৷ তার বিদায়েই ভাঙে সেই জুটি, ৫১ বলে ১২১ রান করে আউট হন রুশো। উসামা মিরকে সাথে নিয়ে বাকি পথটা সামলে দেন আনোয়ার, ৫ বল বাকি থাকতেই দলকে এনে দেন ৪ উইকেটের জয়। আনোয়ার ৮ বলে ২৪ ও ৩ বলে ১১ রানে অপরাজিত ছিলেন উসামা মির। এ জয়ের সুবাদে পেশোয়ার জালমিই এখন টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল যারা টানা দুই ম্যাচে ২৪০+ রান করেছে। সেই সাথে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দুটি ম্যাচেই ২৪০+ রান ডিফেন্ড করতে করতে ব্যর্থ হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com