৬ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫ টায় বাগেরহাট ফাউন্ডেশন সভাকক্ষে বাগেরহাট ফাউন্ডেশনের সাথে বাগেরহাট পর্যটন ফোরাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাগেরহাট জেলা ছাত্র এসোসিয়েশনের নেতৃবৃন্দের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাট জেলা ছাত্র এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: আবদুল্লাহ আল জোবায়ের বাগেরহাট জেলার শিক্ষার্থী যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য ছাত্র এসোসিয়েশন কি কাজ করছে এবং তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কি তা তুলে ধরেন। বাগেরহাট পর্যটন ফোরামের সভাপতি ডা. মোশারফ হোসেন তার বক্তব্যে ছাত্র এসোসিয়েশনের নেতৃবৃন্দকে বাগেরহাটের পর্যটনকে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাতে আহবান জানান সেই সাথে বাগেরহাটে কোন আয়োজন করতে চাইলে পূর্ণ সহায়তার আশ্বাস প্রদান করেন। বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার তার বক্তব্যে ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত শিক্ষা অনুদানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাগেরহাট জেলার শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আবুল হাসেম শিপন, দপ্তর সম্পাদক কল্লোল সরকার, পর্যটন ফোরামের সম্পাদক আবদুল্লাহ বনি, মো: জাকির হোসেন রিয়াজ, ইমরান কবির, বাগেরহাট জেলা ছাত্র এসোসিয়েশনের মো: নাজমুল ইসলাম, মো:খালিদ হাসান, নাজমুল ইসলাম, শেখ মাআজ আহম্মেদ প্রমূখ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।