তারেক রহমান ও জোবায়দা রহমানের বিষয়ে দেওয়া রায় বিচার বিভাগের তা বাংলাদেশের কেউ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই বিষয়ে অনেকেই বলেছেন, এই রায়টি বিচার বিভাগের রায় নয়। রায়টি হচ্ছে একটি ফ্যাসিস্ট রেজিমেন্টের রায়। গতকাল শুক্রবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার আইনকে ব্যবহার করে সব ধরনের বেআইনি কাজ করে যাচ্ছে। অসাংবিধানিকভাবে সংবিধানকে সংশোধন করেছে।
তিনি বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া বাংলাদেশের যে মুক্তবাজার অর্থনীতি তৈরি করেছিলেন এবং এর মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষকে অর্থনীতিতে অংশীদার করেছিলেন, সেই অর্থনীতি তো লুটপাটের রাজত্ব হতে পারবে না। এজন্য তারা ‘আওয়ামী মডেল অফ ইকোনমিক্স’ তৈরি করেছে। এটি আপনারা বিশ্বের আর কোথাও পাবেন না। বিএনপির একার পক্ষে রাষ্ট্র মেরামত করা সম্ভব না। এর জন্য জাতীয় সরকার লাগবে। জাতীয় ঐক্য লাগবে এবং রাষ্ট্রের জন্য যে ৩১ দফা তারেক রহমান জাতির সামনে উত্থাপন করেছেন, সেগুলো বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রক্ষমতা যারা দখল করে বসে আছে, তাদেরকে বিদায়