সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। এবারও এই প্যানেলের সভাপতি প্রার্থী এএম মাহবুব উদ্দিন খোকন। আর সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। গত দুই সেশন ধরে তারাই এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের এক সভা শেষে এই প্যানেল ঘোষণা করা হয়।
এই প্যানেলে সহসভাপতি প্রার্থী করা হয়েছে হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যাকে। কোষাধ্যক্ষ রেজাউল করিম। সহ-সম্পাদক মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিম। সদস্য পদে প্রার্থী হয়েছেন ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ ও ইব্রাহিম খলিল। আগামী ৬ ও ৭ মার্চ এই নির্বাচন হওয়ার কথা রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়েছে।
সমিতির কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটিসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার সংখ্যা প্রায় আট হাজার। এর আগে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সভাপতিত্বে তার বাসায় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। এই প্যানেলে সভাপতি প্রার্থী করা হয়েছে আবু সাঈদ সাগরকে। তিনি আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। আর সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক।