সীতাকুন্ডে আন্তঃ কলেজ ও মাদ্রাসা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১টায় বাড়বকু- স্কুল এ- কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম রফিকুল ইসলাম, ৫নং বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্র্য্য, বিজয় স্মরণী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিব শংকর শীল, সীতাকুন্ড ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুবীর কান্তি নাথ, উপাধ্যক্ষ মোঃ মুসা এবং উভয় দলের টিম ম্যানেজার‘সহ কলেজের ক্রিড়ানুরাগী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খেলার প্রথমার্ধ গোলশুণ্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে সীতাকুন্ড ডিগ্রী কলেজ ফুটবল দলের ১৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় মোঃ আবু সাঈদ একমাত্র গোলটি করে দলকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ ম্যাচে আবু সাঈদের একমাত্র গোলে বিজয় স্মরণী ডিগ্রী কলেজ‘কে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বর্তমান জেলা চ্যাম্পিয়ন সীতাকুন্ড ডিগ্রী কলেজ ফুটবল দল। টুর্ণামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সীতাকুন্ড কামিল মাদ্রাসার বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ, দ্বিতীয় খেলায় বিজয় স্মরণী ডিগ্রী কলেজের সাথে গোলশুণ্য ড্র, সেমি-ফাইনালে তাহের-মঞ্জুর কলেজ‘কে ২-০ গোলে এবং একই মাঠের ফাইনাল খেলায় বিজয় স্মরণী ডিগ্রী কলেজ‘কে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বর্তমান জেলা চ্যাম্পিয়ন সীতাকুন্ড ডিগ্রী কলেজ ফুটবল দল। সীতাকুন্ড ডিগ্রী কলেজ ফুটবল টিম ম্যানেজার সিনিয়র প্রভাষক মোঃ ফেরদৌস খান বলেন ধারাবাহিক জয়ে উজ্জীবিত টিমটি ফাইনালে অসাধারণ খেলা উপহার দিয়েছে। টিমের এ বিজয়ে টানা দ্বিতীয় বারের মতো উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জিত হয়েছে। দলের পক্ষে আবু সাঈদ, রাকিব, জাহিদ, আরমান, রিফাত, জিহান ও সরোয়ার‘সহ প্রতিটি খেলোয়াড় অসাধারণ খেলেছে। জেলা পর্যায়ের খেলায় তাদের ্এমন ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। টিমের ধারাবাহিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে প্রতিভাবান কোচ মোঃ নুরুচ্ছাফা ও সহকারি কোচ আলী আহমেদ। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় সীতাকুন্ড ডিগ্রী কলেজ ফুটবল দল‘কে অভিনন্দন জানিয়েছে সীতাকু- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার বিউটি ও সীতাকুন্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা¡ বদিউল আলম।