কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত শনিবার অনলাইন সংবাদ সম্মেলনে সারাদেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করে। এই ঘোষণা অনুযায়ী বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে এই কর্মসূচী পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রতিবাদী এসব অঙ্কনের ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফ সোহেলকে তুলে নেয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ র্যালি করে। এ সময় তারা অবিলম্বে সোহেলসহ আটককৃত সমন্বয়ক ও কোটা আন্দোলন ইস্যুতে আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান। এর আগে, কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় শিক্ষক শামীমা সুলতানা বলেন, ‘সারাদেশে যা ঘটে যাচ্ছে, তাতে আমরা ভীষণভাবে মর্মাহত। বর্তমান সরকার যেভাবে হত্যাকা- চালিয়েছে আমরা তার বিচার চাই।’ সূত্র: বিবিসি