মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল নির্বাচন ভণ্ডুল করতে কিছু মহল উঠে পড়ে লেগেছে: সালাহউদ্দিন আহমেদ ব্যাংক লুটের টাকায় ককটেল কিনে পতিত ফ্যসিস্স্টরা নাশকতা চালানো হচ্ছে: রিজভী জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা শেখ হাসিনাসহ জয় ও পুতুলের দুর্নীতির দুই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‍আদেশ

বাবা হারিয়ে বিহ্বল অভিনেত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

এই শীতেই বিয়ে। সেভাবেই চলছিল প্রস্তুতি। বছরের শেষ দিকে বিয়ের তারিখ পাকা। এ রকম সময়ে বাবাকে হারালেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার মারা গেছেন তারা বাবা মো. হুমায়ুন পাঠান। আইনজীবী হিসেবে বেশ পরিচিতি ছিল তার। গতকাল শুক্রবার বাবার জানাজার এক চিলতে ভিডিও শেয়ার করে বন্ধুদের সঙ্গে সেই শোক ভাগাভাগি করে নিয়েছেন উর্বী। জাগো নিউজকে এই অভিনেত্রী বলেন, ‘কদিন আগে আমার হবু বর অটোরিক্সা দূর্ঘটনায় পায়ে ভীষণ আঘাত পেয়েছিলেন। প্রায় মাস খানেক হাসপাতালে ভর্তি ছিলেন। বাবা বলেছিলেন, সে সুস্থ হয়ে উঠলে অন্তত কাবিনটা করিয়ে ফেলবেন। আমার বিয়ে নিয়ে বাবার বড্ড তাড়া ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি আমার বিয়েটা দিয়ে যেতে পারলেন না।’
উর্বী জানান, অনেক দিন ধরেই লিভার সিরোসিসে ভুগছিলেন হুমায়ুন পাঠান। হঠাৎ জ্বরে পড়ে ঠান্ডা লেগে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে হুমায়ুন পাঠানকে নিবিড় পর্যবেক্ষণে নেন। সেখানেই গতকার তার মৃত্যু হয়। উর্বী বলেন, ‘বাবা তার কর্মক্ষেত্রে ভীষণ জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুর কারণে গতকাল আদালত প্রায় আধঘণ্টা কার্যক্রম বন্ধ রেখেছিলেন।’
বাবার শোকে বিহ্বল উর্বী। তবে কি পিছিয়ে যাবে তার বিয়ের তারিখ? জানতে চাইলে জাগো নিউজকে উর্বী বলেন, ‘বাবা চেয়েছিলেন তাড়াতাড়ি আমার বিয়ে দিতে। আমরা তার ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে বিয়ের তারিখ পেছাচ্ছি না। বিয়েটা বাবার ঠিক করা তারিখেই হচ্ছে।’ ২০২১ সালের মার্চ মাসে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে টিভিনাটকে অভিষেক হয় তার। ওটিটিতে ‘কোথায় পালাবে বলো রূপবান’ সিনেমায় রূপবান চরিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছেন তিনি। ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’ ওয়েব সিরিজেও দেখা গেছে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক। ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন প্রিয়ন্তী উর্বী। ২০২০ সালের শেষ দিকে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মাত্র তিন বছরের ক্যারিয়ারে অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।
নিয়মিত অভিনয় করবেন বলে ঠিক করেছেন উর্বী। বেছে বেছে নিজের মনের মতো নাটকগুলোয় কাজ করেন তিনি। এরই মধ্যে অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। সেসবের মধ্যে মুক্তির অপেক্ষায় আছে উর্বী অভিনীত ‘নীলচক্র’, ‘জুন’ ও ‘বকুলের বুকে রক্তকরবী’ সিনেমাগুলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com