রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আঙ্গুল ভাঙ্গলো নিষিদ্ধ ছাত্রলীগ

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

পটুয়াখালীর লোহালিয়ার কুড়িপাইকা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্রো করে ৮ম শ্রেনী পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আঙ্গুল ভেঙ্গে দিলো একই এলাকার ও অন্তরর্তীকালিন সরকার ঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের কিশোর গ্যাংয়ের সদস্য আতিকুর রহমান পারভেজ ও তার সহযোগী মেহেদী অভিযোগ সূত্রে যানাজায়, গত ৩.১২.২৪ তারিখে বিকাল ৪টায় পটুয়াখালী থানাধীন লোহালিয়া ইউনিয়নের ৮নং ওযার্ডের কুড়িপাইকা গ্রামের বাসিন্দা মো.আলাল ফকিরের ছেলে মো. শাওন(১৬) এর সাথে একই গ্রামের মো.আমির হোসেনের ছেলে আতিকুর রহমান পারভেজ(১৯) ও মো. লতিফ হাওলাদারের ছেলে মো. মেহেদী(১৮) সাথে আসামীদের বাড়ির সামনে ১০০ নং পূর্ব কুড়িপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে গেলে খেলার মধ্যে গায়ে ধাক্কা লাগলে মাদ্রাসা শিক্ষার্থী শাওনকে চড়থাপ্পড় মারে আতিকুর রহমান পারভেজ। এসময় চড়থাপ্পড় খেয়ে লজ্জায় খেলা বাদদিয়ে বাড়িতে চলে আসে শাওন তখন আসামী আতিকুর রহমান পারভেজ ক্ষিপ্ত হইয়া ডাক দিয়ে বলে তোরে মনমতো দিতে পারলাম না। পরে পাইলে বুঝামুহানে কার গায়ে ধাক্কা দিছো। দুইদিন পরে শিক্ষার্থী শাওন বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে আতিকুর রহমান পারভেজ ও মেহেদী শাওনের পথ আটকিয়ে বলে তোরে পাইছি। তখন ছাত্রলীগের ক্যাডার আতিকুর রহমান পারভেজ তার হাতে থাকা রেইনট্রি গাছের লাঠি দিয়ে শাওনের ডান হাতে বারি মেরে আঙ্গুল ভেঙ্গে ফেলে। শাওন চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পরলে তখন মেহেদী লাথি ঘুসি মারে শাওনের জোরে চিৎকারের শব্দ শুনে পারভেজের বাবা মো. আমির হোসেন ছুটে এসে শাওনকে তুলে বলে এ ছ্যারা তুই চিক দিলি ক্যা এই বলে শাওনের গালে থাপ্পড় মারে আমির হোসেন, ঘটনা স্থলে থাকা এলাকার লোকজন ছুটে এসে শাওনকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। শাওন হাতে অতিরিক্ত ব্যাথা অনুভব করলে বাবা মাকে ফোন দিয়ে বিষয়টি জানান, শাওনের বাবা আলাল ফকির ও মা সালমা বেগম জীবিকা নির্বাহর কাজে ঢাকায় থাকেন। শাওন গ্রামের একটি দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেনীতে পরে। হাতের আঙ্গুল ভাঙ্গার কারনে শাওন বর্তমান চলাকালীন বার্ষীক পরিক্ষা দিতে পারেনি। ঘটনা শুনে শাওনের বাবা ও মা ঢাকা থেকে বাড়িতে চলে আসে এবং শাওনের হাত অতিরিক্ত ফুলা অবস্থা আশংকাজনক দেখে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস্যক শাওনকে হাসপাতালে ভর্তি করেন। ছেলেকে চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্তি করার পর শাওনের বাবা আলাল ফকির পটুয়াখালী সদর থানায় এসে তিনজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে আসামীরা হলেন, মো.আতিকুর রহমান পারভেজ(১৯) মো. মেহেদী(১৮) ও মো. আমির হোসেন(৪০) পারভেজ ও মেহেদী লোহালিয়ার কুড়িপাইকা গ্রামে ছাত্রলীগের ক্যাডার ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এলকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে তারা লিপ্ত থাকে। এবং ৫আগষ্ট গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে হাসিনা সরকার পতনের পর এই আতিকুর রহমান পারভেজ তার নিজ আইডি থেকে অন্তবর্তীকালিন সরকারের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী অপপ্রচার চালায়। এবং সুযোগ পেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডারদের নিয়ে সরকার বিরোধী ও স্বৈরাচার হাসিনার পক্ষে গোপনে ঝাটিকা মিছিল করে সমাজের পরিবেশ ও মানুষের মাঝে আতংক সৃষ্টি করাই এই কিশোর গ্যাং আতিকুর রহমান পারভেজ ও মেহেদী বাহিনীর কাজ। এলাকাবাসী বলেন, এদের একটি ভয়ংকর বাহিনী আছে এরা আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালিন এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করতো ইচ্ছা মতো যা খুশি তা করতো মাদক সেবন থেকে শুরু করে স্কুল পড়ুয়া মেয়েদের বিভিন্ন জায়গায় হয়রানি করে বেড়াতো এই ভয়ানক কিশোর গ্যাং বাহিনী। এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com