ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা সহ ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির কেন্দ্রীয় লংমার্চ কর্মসূচী উপলক্ষে ভৈরবে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত পথসভা গতকাল বুধবার পৌর এলাকার নিউটাউন মোড়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রিয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মোন্না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম। পথসভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কিশোরগঞ্জ এবং পাশর্^বর্তী অঞ্চলের নেতা কর্মীগন অংশ নেয়। সভাশেষে নেতৃবৃন্দ লংমার্চ কর্মসূচীতে যোগদেন।