বুধবার কালিয়া উপজেলা হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ রোস্তম আলীর সভাপতিত্বে এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল সালাম করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, সালামাবাদ ইউপি চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান মাহি, কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী, কালিয়া পারিসংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপ্তি রাণী বৈরাগী, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, প্রেসক্লাব কালিয়ার আহ্বায়ক শেখ ফশিয়ার রহমান, সাংবাদিক বাবর আলী, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ অন্যান্যরা। এ সময় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আলোচকরা।