ভোলার চরফ্যাশন উপজেলা থেকে একটি পরিত্যক্ত নসিমন গাড়ি থেকে প্রায় ১০ লক্ষ্য টাকার বিদেশি শাড়ি জব্দ করেছে যৌথবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার (১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার জনতা বাজার এলাকা থেকে যৌথবাহিনীর একটি টিম এসব শাড়ি কাপড় জব্দ করে। সকালে নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ এবং নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় চরফ্যাশনের জনতা বাজার এলাকার পরিত্যক্ত একটি নসিমন গাড়ি থেকে সাড়ে ৮ বস্তা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি অবৈধ শাড়ি জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা। পরে এসব শাড়ি চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়।