ফরিদপুরের নগরকান্দায় স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী দুইদিন ব্যাপী মেলার উদ্ভোধন করা হয়েছে। রোববার সকালে ইউএনও পার্ক মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, প্রিন্সিপাল সায়েন্টেফিক অফিসার ড.আহসান হাবীব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ওসি তদন্ত মোঃ মিরাজ হোসেন, বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। মেলায় বিভিন্ন দপ্তরের ১৬টি ষ্টল তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করছে।