বগুড়ার শেরপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে উপজেলা জামায়াতের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে শেরপুর হামছায়াপুরস্থ নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।শেরপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা দবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মানছুরুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা নাজমুল হক, শেরপুর উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল সাত্তার, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান ও মোঃ শফিকুল ইসলাম। প্রতিষ্ঠান প্রধানদের মধ্য থেকে বক্তব্য রাখেন শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান উলিপুর আমেরিয়া সমতুল?্য মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস,এম আসাদুজ্জামান, শেরপুর ইউনিভার্সাল টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ খন্দকার মোঃ নাজমুল হক শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ, বেগম সোনাভান নেদু প্রামানিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সলিমুদ্দিন শুভগাছা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হায়দার আলী, বেগম শাজাহান তালুকদার দাখিল মাদ্রাসার সুপার আব্দুল ওয়াহেদ বাবলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, প্রচার সেক্রেটারি মোঃ ইফতেখার আলম, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হক, শেরপুর পৌরসভার আমীর মাওলানা আব্দুল খালেক, বজলুর রহমান প্রমুখ।