বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি পণবন্দীদের মুক্তির একমাত্র উপায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা : হামাস ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য, আদালতে তলব রাহুল গান্ধীকে ১০ দিনের রিমান্ডে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল বিগত সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে শিশু সন্তান নিয়ে বিপাকে শহীদ আল-আমিনের স্ত্রী বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হলেন সরোয়ার ইমরান হোয়াটসঅ্যাপ অডিও-ভিডিও কলে নতুন সুবিধা পাবেন

ফুসফুস ক্যানসারের ৫ লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

ধূমপান ও দূষণসহ নানা কারণে ফুসফুসে ক্যানসার বাসা বাঁধতে পারে। তবে অনেকেই এ বিষয় নিয়ে তেমন মাথা ঘামান না। তবে জানেন কি, একটানা কাশি কিংবা শ্বাসকষ্টের বিষয়টি সাধারণ ভেবে অবহেলা করবেন না। কারণ সাধারণ এসব সমস্যা হতে পারে ফুসফুস ক্যানসারের আগাম সতর্কতা। ফুসফুসের ক্যানসার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ কারণে এর পূর্ব লক্ষণগুলো সম্পর্কে জানা জরুরি। না হলে ক্যানসার কোষের বৃদ্ধি ঘটতে পারে সহজেই। যদিও ক্যানসারের মতো রোগের ক্ষেত্রেও সংকেত চেনা কিছুটা কঠিন। কারণ শরীরের কোন অংশে ক্যানসার বাড়তে শুরু করেছে, তার উপর নির্ভর করে কোন উপসর্গ সবার আগে দেখা দেবে।
ঠিক তেমনই ফুসফুসে ক্যানসার বাসা বাঁধলে তার লক্ষণও দেয় দেয় শরীরে। চলুন তবে জেনে নেওয়া যাক এই ক্যানসারের তেমনই আগাম ৫টি লক্ষণ বা সংকেত। যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
কীভাবে বুঝবেন ফুসফুসের ক্যানসারের লক্ষণ?
কাশি
সর্দি লাগলে কাশি হওয়া স্বাভাবিক। তবে দীর্ঘদিন ধরে কাশি হওয়ার লক্ষণ মোটেও ভালো নয়। ফুসফুসে সমস্যার কারণেই কিন্তু এমন কাশি দেখা দেয়। একটানা কাশির সমস্যায় ভুগেলে আর দেরি করবেন না।
ক্লান্তি
ক্যানসারের অন্যতম উপসর্গ হলো ক্লান্তি। তবে অতিরিক্ত ক্লান্তি যে কোনো কঠিন রোগের ইঙ্গিত দেয়। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রেও এ সমস্যা বাড়ে। যেহেতু শ্বাস নিতে কষ্ট হয়, তাই শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে যাওয়েই শরীর ক্লান্ত হয়ে পড়ে। আর সে কারণে ক্লান্তিও বাড়ে।
ক্লান্তি
ক্যানসারের অন্যতম উপসর্গ হলো ক্লান্তি। তবে অতিরিক্ত ক্লান্তি যে কোনো কঠিন রোগের ইঙ্গিত দেয়। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রেও এ সমস্যা বাড়ে। যেহেতু শ্বাস নিতে কষ্ট হয়, তাই শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে যাওয়েই শরীর ক্লান্ত হয়ে পড়ে। আর সে কারণে ক্লান্তিও বাড়ে।
শ্বাসকষ্ট
অ্যাজমার সমস্যায় যারা ভোগেন তারা মাঝেমধ্যেই শ্বাসকষ্টে ভোগেন। তবে কোনো কারণ ছাড়াই যদি আপনি হঠাৎই শ্বাসকষ্টে ভোগেন কিংবা আগের চেয়ে এখন নিঃশ্বাস নিতে কষ্টবোধ করলে, দ্রুত চিকিৎসকের কাছে যান। কারণ শ্বাসকষ্ট হতে পারে ফুসফুসে ক্যানসারের আগাম লক্ষণগুলোর মধ্যে অন্যতম।
গলাব্যথা
সর্দি-কাশি কিংবা গলাব্যথার কারণে গলা ভেঙে যেতে পারে। আবার তা কিছুদিনের মধ্যে ঠিকও হয়ে যায়। তবে আপনার গলার স্বর যদি আগের চেয়ে পরিবর্তন ঘটে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ফুসফুসে ক্যানসার বাড়তে থাকলে তার প্রভাব গিয়ে পড়ে নানা স্তরে। যার কারণে গলার স্বর বদলে যায়। সব সময়ই গলা ভাঙা থাকে।
শরীর ব্যথা
ভারি জিনিসপত্র তুললে কিংবা দীর্ঘক্ষণ পরিশ্রম করলে গায়ে ব্যথা হতে পারে। তবে জানেন কি, দীর্ঘদিন ধরে শরীর ব্যথার সমস্যা কিন্তু ফুসফুসে ক্যানসারের লক্ষণ হতে পারে। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে বিশেষ করে বুক, পিঠ ও কাঁধের আশপাশে বেশি ব্যথা হতে থাকে। তাই এ ধরনের ব্যথা অবহেলা করবেন না।
সূত্র: ক্যানসার.অর্গ/মায়োক্লিনিক




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com