নীলফামারীর জলঢাকায় ৬৮ বছর বয়সেও নিজেই তেলের ঘানি টেনে সংসার চালিয়ে যাচ্ছিলেন ধুমপাড়া ইউনিয়ন গোলমুন্ডা আজিজার রহমান নামের এক ব্যক্তি। বাবার মৃত্যুর পরে বারো বছর বয়সে পূর্ব পুরুষের পোশাক বেছে নিয়েছেন ৯ ছেলে-মেয়ের ভরণপোষণের জন্য। দীর্ঘ ৫৬ বছর ধরে নিজেই গরুর জোয়াল ঘাড়ের নিয়ে তেলের ঘানি টানছেন। বর্তমানে তার সংসারের একজন প্রতিবন্ধী মেয়ে আছেন কিন্তু আজিজুর রহমান সেই প্রতিবন্ধী মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বদ্ধপরিকর। তাই সে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ঘানি টানা জন্য একটি গরুর আবেদন জানালে উপজেলা প্রশাসন ও সেলভ হেলভ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর হযোগিতায় জেলা প্রশাসক জনাব হাফিজুর রহমান বুধবার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে আজিজুর রহমানের হাতে তেলের ঘানি টানার জন্য একটি গরু তুলে দেন। গরু বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্প এর নির্বাহী প্রধান জনাব আলহাজ্ব মোঃ মাহাবুব উল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহি অফিসার মাহবুব হাসান নয়ন, উপজেলা থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম আযম এলিচ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ