সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
কয়রায় উপকুলের মানুষ নানান প্রতিকুলতার মধ্যে সংগ্রাম করেই বেঁচে থাকে কাপাসিয়ায় ৫০ জন সহকারী শিক্ষকের যোগদান : ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইসলামী যুব মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে আর্থিক এবং সঞ্চয় ব্যবস্থাপনার প্রশিক্ষণ নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে শ্রীমঙ্গলে সনাক-টিআইবির মানববন্ধন ফটিকছড়িতে ইফতার মাহফিলে অধ্যক্ষ নুরুল আমিন আমরা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চাই মাদারীপুরে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ঐক্যবদ্ধ প্রার্থী দেয়া হবে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা নওগাঁয় ২৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা

জেন-জি রোমান্স ডিকশনারি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

জীবনটা যেন একটা রোলার কোস্টার—সময়ের সঙ্গে পাল্টে যায় আমাদের জীবনাচরণ, সংস্কৃতি, মূল্যবোধ, আর সবচেয়ে বেশি পাল্টায় সম্পর্কের সংজ্ঞা। পুরোনো দিনের প্রেমপত্র আর ফোন কলের জায়গা দখল করেছে টেক্সট, স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রাম স্টোরি। আর এই নতুন যুগের প্রেমের ভাষা লিখছে জেনারেশন জেড বা জেন-জি, যারা ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নিয়েছে। তারা সম্পর্ককে দেখছে একদম নতুন চোখে, নতুন সংজ্ঞায়। চলুন, ডুব দেই জেন-জির প্রেমের জগতে, যেখানে স্বাধীনতা, অনিশ্চয়তা আর টেকনোলজি মিলে তৈরি করেছে এক ভিন্ন রোমান্স ডিকশনারি।

স্বাধীনতা আর অনিশ্চয়তা
জেন-জির প্রেমের জগতে মূলমন্ত্র হলো স্বাধীনতা। এই প্রজন্ম দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির চেয়ে ক্যাজুয়াল ডেটিং বা ফ্লিংকে বেশি প্রাধান্য দেয়। তারা সম্পর্ককে হালকাভাবে নেয়, আর একই সঙ্গে একাধিক মানুষের সঙ্গে সম্পর্কের সম্ভাবনা রাখাটাও তাদের কাছে স্বাভাবিক। এই ট্রেন্ডের নামই হলো ‘সিচুয়েশনশিপ’- যেখানে দুজন মানুষ একে অপরের সঙ্গে সময় কাটায়, কিন্তু তাদের সম্পর্কের কোনো লেবেল বা প্রতিশ্রুতি নেই।
টেকনোলজির ছোঁয়ায় সম্পর্কের ধাপ
জেন-জির সম্পর্কের ধাপগুলোতে টেকনোলজির প্রভাব স্পষ্ট। প্রায়ই তাদের প্রেমের শুরু হয় অনলাইনে। প্রথম ধাপটার নামই হলো ‘টকিং স্টেজ’- যেখানে দুজন মানুষ চ্যাট বা টেক্সটের মাধ্যমে একে অপরকে জানার চেষ্টা করে। এরপর আসে ‘হ্যাংআউট স্টেজ’, যখন তারা ব্যক্তিগতভাবে দেখা করে, একান্তে সময় কাটায়।
এরপর যদি সবকিছু ঠিকঠাক যায়, তখন সম্পর্কটি পৌঁছে যায় ‘এক্সক্লুসিভ ডেটিং’-এ, এই পর্যায়ে তারা শুধুমাত্র একে অপরের সঙ্গে সময় কাটায়। কিন্তু জেন-জির অনেকেই এই ধাপে পৌঁছানোর আগেই সম্পর্ক শেষ করে দেয়।
নতুন যত নাম
এই নতুন প্রজন্মের সম্পর্কের ধাপগুলো আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়। চলুন জেনে নেই কিছু জনপ্রিয় রিলেশনশিপ স্ট্যাটাস (ধাপ) এবং লিঙ্গো বা প্রচলিত নাম-
১. টকিং: এটি হলো সেই স্টেজ যখন দুজন মানুষ একে অপরকে জানার চেষ্টা করছে, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে সম্পর্কে জড়ায়নি।
২. ক্যাজুয়াল ডেটিং: এখানে দুজন মানুষ সম্পর্কে থাকলেও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি নেই।
৩. এক্সক্লুসিভ: এই ধাপে দুজনই একে অপরের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এখানে তৃতীয় কারো থাকার কথা নয়।
৪. সিচুয়েশনশিপ: এটি এমন একটি সম্পর্ক যেখানে দুজন মানুষ একে অপরের সঙ্গে সময় কাটায়, তারা বন্ধুর চেয়ে বেশি কিন্তু সম্পর্কের ভিন্ন কোন নাম নেই।
৫. ফ্রেন্ডস উইথ বেনিফিটস: এমন সম্পর্কে দুজন বন্ধু শারীরিক সম্পর্কে জড়ায়, কিন্তু তাদের মধ্যে কোন রোমান্টিক সম্পর্ক থাকেনা।
৬. ইটস কমপ্লিকেটেড: এই নামটি তখন ব্যবহার করা হয় যখন সম্পর্কের মধ্যে অনেক জটিলতা থাকে এবং সেটিকে সহজে সংজ্ঞায়িত করা যায় না।
৭. ওপেন রিলেশনশিপ: এইধরনের সম্পর্ক খুব নতুন না হলেও সামাজিকভাবে কোন প্রজন্ম এর আগে এটা খোলাখুলি স্বীকার করেনি। এই ধরনের সম্পর্কে দুজন মানুষ একে অপরের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও তারা অন্যদের সঙ্গে সম্পর্কে জড়াতে পারে।
এ প্রজন্মের সদস্যরা তাদের অনুভূতি এবং সম্পর্কের স্তর প্রকাশ করতে নতুন নতুন শব্দ এবং স্ল্যাং ব্যবহার করে থাকেন। এমন কিছু জনপ্রিয় লিঙ্গো দেখে নিন এক নজরে-
১. ঘোস্টিং: দুজন মানুষের মধ্যে একজন যখন একজন হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয় বা গায়েব হয়ে যায়।
২. ব্রেডক্রাম্বিং: দুজনের মধ্যে একজন যখন মাঝে মাঝে মেসেজ পাঠায়, হঠাৎ কখনো গুরুত্ব দেয়। এভাবে যোগাযোগ জিইয়ে রাখে কিন্তু সম্পর্কটিকে সামনে এগিয়ে নিয়ে যায় না।
৩. বেঞ্চিং: যখন একজন ব্যক্তির পছন্দের মানুষের সঙ্গে সম্পর্ক না এগোনোর কারণে মোটামোটি পছন্দের আরেকজনকে সে অপেক্ষায় রাখে, সরাসরি প্রত্যাখ্যান করেনা, আবার গ্রহণও করেনা।
৪. এফবিও (ফেসবুক অফিসিয়াল): যখন দুজন মানুষ তাদের সম্পর্ককে ফেসবুকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
৫. স্লো ফেড: যখন একজন ব্যক্তি ধীরে ধীরে আরেকজনের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয় এবং একসময় সম্পর্ক শেষ করে দেয়।
জেনারেশন জেডের প্রেমের ভাষা এবং সম্পর্কের ধাপগুলো তাদের স্বাধীনচেতা মনোভাব এবং টেকনোলজির প্রভাবকে প্রতিফলিত করে। তারা সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করছে, নতুন নাম দিচ্ছে, নতুন পথ তৈরি করছে। এই ট্রেন্ডস অনেকের কাছে বিভ্রান্তিকর মনে হতে পারে, কিন্তু এটি জেন-জির জীবনযাপন এবং মূল্যবোধের অংশ। তাদের সম্পর্কের এই নতুন সংজ্ঞা এবং ভাষা নিয়ে বিচার না করে বরং বোঝার চেষ্টা করাই শ্রেয়। কারণ, প্রেমের ভাষা যুগে যুগে বদলায়, কিন্তু প্রেমের আবেগ চিরকালীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com