রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বরিশালের আগৈলঝাড়া উপজেলা বাকাল ইউনিয়নের বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম চুন্নু’র সভাপতিত্বে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম অহবায়ক ও আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো.মাহাবুবুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম অহবায়ক মো. আবুল মোল্লা, বাকাল নিরাঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানক শিক্ষ পুলিন বিহারী জয়ধর, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.জালাল মোল্লা, সাংবাদিক এসএম ওমর আলী সানি। অন্যদিকে একইদিন উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী পূর্বক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সভপতিত্ব করেন কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ। সভায় বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিকদার মো হাফিজুর রহমান, শাহ্ মোহাম্মদ বখতিয়ার, মো, আবুল মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার প্রমূখ। উপজেলার রাংতাা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com