রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

ফুলপুরে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী পালিত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক যুগান্তর ২৬ বছরে পদার্পণ রজতজয়ন্তী উৎসবে ফুলপুরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। তিনি বলেছেন, যুগান্তর পত্রিকা আরও এগিয়ে যাক। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশন করে আমাদের আরও সমৃদ্ধি করুক। সেইসাথে সবার জন্যই মঙ্গল কামনা করি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক। ফুলপুর প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে স্বজন সমাবেশ ফুলপুর শাখার সভাপতি কবি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সুত্রধর। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রিপোটার্স ইউনিটি ফুলপুর শাখার সভাপতি প্রেসক্লাব সহ সভাপতি ক্বারী সুলতান আহাম্মাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম অলি, সহ সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, মাসুদ রানা ও সমন্বয়ক সোহাগ মিয়া। উপস্থিত ছিলেন সাংবাদিক এমএ মোতালেব সরকার, আকবর আলী হাবিব, নুর হোসেন খান, ইকবাল হোসেন, এসএম শামীম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com