সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
কয়রায় উপকুলের মানুষ নানান প্রতিকুলতার মধ্যে সংগ্রাম করেই বেঁচে থাকে কাপাসিয়ায় ৫০ জন সহকারী শিক্ষকের যোগদান : ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইসলামী যুব মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে আর্থিক এবং সঞ্চয় ব্যবস্থাপনার প্রশিক্ষণ নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে শ্রীমঙ্গলে সনাক-টিআইবির মানববন্ধন ফটিকছড়িতে ইফতার মাহফিলে অধ্যক্ষ নুরুল আমিন আমরা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চাই মাদারীপুরে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ঐক্যবদ্ধ প্রার্থী দেয়া হবে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা নওগাঁয় ২৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা

গুগল ডুডলে স্টেম শিক্ষায় নারীদের অবদান

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫

‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’ কাজী নজরুল ইসলামের এই অমর পঙক্তি শুধু কাব্যের সৌন্দর্য নয়, বরং সমাজের এক গভীর সত্যকে তুলে ধরে। মানব সভ্যতার অগ্রযাত্রায় নারী ও পুরুষ-উভয়ের অবদান অপরিসীম। আজ বিশ্ব নারী দিবস। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর ৮ মার্চ দিবসটি পালিত হয়। দিবসটিকে গুরুত্ব দিয়ে নারীদের প্রতি সম্মান জানাতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে।
এদিন গুগলের হোমপেজে প্রবেশ করতেই গুগলের রঙিন লোগোর পরিবর্তে চোখে পড়ছে কালো রঙের লোগো আর তার উপর পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞানের একাধিক আইকনের পাশাপাশি ডায়নোসরের অবয়ব ও নভোচারীকেও দেখা যায়। মূলত এই ডুডলে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের (এসটিইএম) শিক্ষাগত ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের প্রতিনিধিত্ব করছে। দৃশ্যমান লোগোতে ক্লিক করলে ‘বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত (এসটিইএম) বিষয়ক ক্ষেত্রগুলোতে নারীদের অবদান’ অনুসন্ধানের ফলাফল প্রদর্শন করছে এই সার্চ ইঞ্জিনটি।
ইতিহাসের পাতায়, সমাজের বাস্তবতায় নারীরা অনেকসময় থেকেছেন উপেক্ষিত, বঞ্চিত। নারীর ক্ষমতায়ন, সমান অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করা এখনো চ্যালেঞ্জ হয়ে আছে। স্টেম এমন একটি ক্ষেত্র যেখানে উল্লেখযোগ্য ব্যবধান এখনো রয়ে গেছে। বর্তমানে, বিশ্বব্যাপী স্টেম কর্মীদের মাত্র ২৯ শতাংশ নারী প্রতিনিধিত্ব করে। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা দিয়ে গুগল জানিয়েছে, এই ডুডল শিল্পকর্মটি মহাকাশ অনুসন্ধানে বিপ্লব ঘটানো, প্রাচীন আবিষ্কারগুলোর আবিষ্কাক, পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞান সম্পর্কে গবেষণার পথিকৃৎ নারীদের যুগান্তকারী অবদানকে তুলে ধরেছে।
গুগল প্রায়ই বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস বা বিশেষ ব্যক্তির স্মরণে সৃজনশীল ডুডল প্রকাশ করে থাকে। এই ডুডলগুলো সাধারণত গুগলের লোগোকে সংশ্লিষ্ট দিবস বা ঘটনার থিম অনুযায়ী রূপান্তরিত করে তৈরি করা হয়, যা সার্চ বক্সের ওপর প্রদর্শিত হয় এবং দিনভর নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। গুগলের অত্যন্ত নান্দনিক ও অভিনব ডুডলগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের মনোযোগ সহজেই আকর্ষণ করে থাকে।- জাগোনিউজ২৪.কম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com