শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

ফটিকছড়িতে ইফতার মাহফিলে অধ্যক্ষ নুরুল আমিন আমরা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চাই

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ১৬ মার্চ, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মোঃ নুরুল আমিন বলেন, আমরা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চাই। দেশের সম্পদ লুণ্ঠন ও পাচার চিরতরে বন্ধ করে দিতে চাই। হুমকি দিয়ে কোন লাভ নেই। আমাদের যেমন দূর্বলতা আছে তেমনি আমাদের শক্তিও আছে। জনগণকে সাথে নিয়ে এইগুলো বাস্তবায়ন করবো। ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-জামায়াতে ইসলামী ক্ষমতাই গেলে নারীদের লেখাপড়া ও চাকরী ব্যবস্থা বন্ধ হবেনা বরং চাকরির সুযোগ আরও বাড়বে। পৌর জামায়াতের সভাপতি জিয়াউল হক রুবেলের সভাপতিত্বে ও মাওলানা তারেকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু, সেক্রেটারি মাওলানা ইউসূফ বিন সিরাজ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অফিস সম্পাদক এজেহারুল ইসলাম ও ফটিকছড়ি থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল। মাহফিলে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাসুদসহ আরো অনেকে। ইফতার মাহফিলে জামাতের নেতৃবৃন্দ সহ শত শত ধর্ম প্রান রোজাদাররা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com