শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে আর্থিক এবং সঞ্চয় ব্যবস্থাপনার প্রশিক্ষণ

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নে ২০২৫ অর্থ বছরে ২৭জন হতদরিদ্র পরিবারের সদস্যদের নিয়ে আর্থিক এবং সঞ্চয় ব্যবস্থাপনার উপরে দুইদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির আয়োজনে তাদের কর্ম এলাকা টুপামারী ইউনিয়নের এই উপকারভোগীক নিয়ে ১২-১৩ মার্চ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন নীলফামারী সদর উপজেলা সমবায় অফিসার রাজেদুল আলম প্রধান। প্রশিক্ষণে সমবায় অফিসার রাজেদুল আলম প্রধান বলেন, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি করা এবং তাদের সঞ্চয় ব্যবস্থাপনার দক্ষতা উন্নত করা। এর মাধ্যমে তারা তাদের সীমিত সম্পদ ব্যবহার করে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে। তিনি আরও বলেন, সঞ্চয় শুধু ভবিষ্যতের জন্য নয়, বর্তমানের জন্যও জরুরি। অল্প অল্প করে সঞ্চয় করলে ভবিষ্যতে বড় কোনো সমস্যার মোকাবিলা করা সহজ হয়। প্রশিক্ষণের প্রথম দিনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসার শ্তিফান রিনো নাথ। তিনি সবাইকে ফাইভ জিরো বিষয়ে অবহিত করে। যেমন প্লাস্টিক দূষণ, ঝরে পড়া শিশু, অপুষ্ট শিশু, ক্ষুধা মুক্ত শিশু, বাল্যবিবাহ মুক্ত গ্রাম গড়ার দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আর্থিক পরিকল্পনা, বাজেট তৈরি, সঞ্চয়ের গুরুত্ব, ঋণ ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনার মতো বিষয়গুলি শেখানো হয়। এছাড়া, তাদেরকে স্থানীয় সমবায় সমিতি এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে কিভাবে সহায়তা পাওয়া যায় সে সম্পর্কেও ধারণা দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com