শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

জরিমানা গুনলেন বেঙ্গালুরু অধিনায়ক

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রাজত পতিদারকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্লো-ওভার রেটের কারণে তাকে এ জরিমানা করা হয়।
গত সোমবার মুম্বাইকে ১২ রানে হারায় বেঙ্গালুরু। দল জেতাতে বড় অবদান রাখেন পতিদার। ৩২ বলে খেলেন ৬৪ রানের ঝোড়ো ইনিংস। চলতি মৌসুমে এটি পতিদারের প্রথম অপরাধ। আইপিএলের আচরণবিধির ধারা ২.২ অনুযায়ী — যা ন্যূনতম ওভার রেট সম্পর্কিত। যেখানে বলা আছে, আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।
সোমবার টস হেরে আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও পতিদারের ফিফটিতে ৫ উইকেটে ২২১ রান করে বেঙ্গালুরু। বিশাল রানের লক্ষ্য তাড়ায় মুম্বাইও জয়ের সম্ভাবনা তৈরি করে। কিন্তু সঠিক সময়ে সঠিক বোলার নিয়ে এসে মেধার পরিচয় দেন পতিদার।
জয়ের জন্য শেষ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল ১৯ রানের, হাতে ৪ উইকেট। পতিদার বোলিংয়ে আনেন ক্রুনাল পান্ডিয়াকে। ওই ওভারে ৩ উইকেট নিয়ে ক্রুনাল খরচা করেন মাত্র ৬ রান। এতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০ বছর পর জয়ের মুখ দেখে বেঙ্গালুরু।
ম্যাচের পর পতিদার বলেন, ‘এটা অসাধারণ ম্যাচ ছিল। খুব কঠিন ছিল। যেভাবে বোলাররা সাহস দেখিয়েছে, সেটা দেখার মতো। এই পুরস্কারের পুরোটা বোলিং ইউনিটের। এই মাঠে কোনো দলকে থামানো সহজ নয়, আর তারা যেভাবে এটা করেছে, সেটা অবিশ্বাস্য। ফাস্ট বোলাররা যেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে, সেটা দুর্দান্ত। শেষ ওভারে কেপি (ক্রুনাল পান্ডিয়া) যেভাবে বল করেছে, সেটা সহজ ছিল না। কিন্তু সে যেভাবে সাহসিকতা দেখিয়েছে, তা দুর্দান্ত।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com