শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

শপথ গ্রহণ করেছেন টুপামারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিতরা

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

নীলফামারী সদরের টুপামারী ইউনিয়ন পরিষদে নির্বাচিতরা শপথ নিয়েছেন রবিবার বিকেলে। জেলা প্রশাসক কার্যালয়ে চেয়ারম্যান এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যগণ শপথ নেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকিড়কে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার। জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক এবং উপজেলা নির্বাহী অফিসারের উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী, উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান বলেন, গত ২৯অক্টোবর টুপামারী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চশমা প্রতিকে ৮২৭৩ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী মছিরত আলী শাহ ফকির। এছাড়া সাধারণ সদস্য হিসেবে মিলন চন্দ্র সরকার, রুহুল আমিন, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান মাছুম, আবুল কালাম, আবু তালেব, মকবুল হোসেন, আসাদুল ইসলাম ও মজিবুর রহমান এবং সংরক্ষিত নারী সদস্য হিসেবে আরজু আরা বেগম, পেয়ারী আকতার ও নুর বানু বেগম নির্বাচিত হন। চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই একটি সুন্দর ভোট উপহার দেওয়ার জন্য। এরফলে জনগণ তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পেরেছেন। এলাকার উন্নয়নে অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন এবং বিশেষ বিশেষ পদক্ষেপ বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করবো। এজন্য সবার সহযোগীতা চাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com