রবিবার, ১৫ জুন ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

লালমোহনে কৃষক ও স্টোকহোল্ডারদের প্রশিক্ষণ কর্মশালা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫

ভোলার লালমোহন উপজেলায় কৃষক ও স্টোকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খামার বাড়ি ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক খাইরুল ইসলাম মল্লিক। এ ছাড়াও অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. শামীম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপকারভোগী কৃষক-কৃষাণী, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com