রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

পারফেক্ট পলিটেকনিক কলেজের তিন শিক্ষার্থী পেলেন ল্যাপটপ পুরস্কার

আলতাফুর রহমান আলতাফ লালমনিরহাট
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫

মেধা, নিয়মিততা ও একসাথে চার বছরের কোর্স ফি পরিশোধের বিরল দৃষ্টান্ত স্থাপন করায় লালমনিরহাটের পারফেক্ট পলিটেকনিক কলেজ (পিস্ট) এর তিন শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ল্যাপটপ প্রদান করা হয়েছে। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় কলেজ চত্বরে আয়োজিত অভিভাবক সমাবেশ শেষে ল্যাপটপ বিতরণ করা হয়। ল্যাপটপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সাহান শেখ, তৌফিক হাসান ও সত্যেন্দ্রনাথ রায়। পিস্টের সভাপতি ইঞ্জিনিয়ার সালেহা খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। এসময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জুলফিকার আলি জুয়েল, অধ্যক্ষ এড্রিয়াস অনিমেস বৈদ্য এবং পরিচালক আনফাল আহমেদ জিসান শিক্ষার্থী ও অভিভাবকদের প্রেরণা কলেজের সার্বিক কাজে সহায়তা চেয়ে বক্তব্য রাখেন। ২০২১ সালে যাত্রা শুরু করা পারফেক্ট পলিটেকনিক কলেজ ২০২৩ সালে কারিগরি শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদন লাভ করে। বর্তমানে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিকাল বিষয়ে অর্ধশত শিক্ষার্থী কলেজটিতে পড়াশোনা করছেন। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি কলেজের প্রতি আস্থার বহিঃপ্রকাশ ঘটায়। ল্যাপটপপ্রাপ্ত শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস, অভিভাবকদের কণ্ঠে ছিল কৃতজ্ঞতা। এই উদাহরণ ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কলেজ কর্তৃপক্ষ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com