রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

নিহত শ্রমিক আমজাদের পরিবারের পাশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজিবপুর শাখা

রাশিদুল ইসলাম (রাজিবপুর) কুড়িগ্রাম
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫

অবৈধ কাকড়া গাড়ির চাপায় নিহতের পরিবারের পাশে দাঁড়ালো বাংলাদেশ শ্রমিক কল?্যাণ ফেডারেশন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অবৈধ কাকড়া ট্রাক্টরের চাপায় নিহত আমজাদ হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজিবপুর উপজেলা শাখা। গত ৫ মে (সোমবার) উপজেলার টাংগালিয়া পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন স্থানীয় বাসিন্দা ছবর আলীর ছেলে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন কর্মী ছিলেন। ১৬ মে শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজিবপুর উপজেলা শাখার উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নিহত আমজাদের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার আব্দুল লতিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা সভাপতি মাওলানা আনিচুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমান, সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি সানাউল্লাহ্ ও আবু তালেবসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মাওলানা আনিচুর রহমান ঘোষণা দেন, নিহত আমজাদের একমাত্র মেয়ের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব ভবিষ্যতে সংগঠন গ্রহণ করবে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার আব্দুল লতিফ বলেন, অবৈধ কাকড়া ট্রাক্টর প্রতিনিয়ত জনদুর্ভোগ এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন এসব যানবাহন চলাচল করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এসব অবৈধ যানবাহনের চলাচল বন্ধ করা হোক বিশেষ করে দিনের বেলায়। নিহত আমজাদের পরিবার তাদের প্রতি এ মানবিক সহায়তার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে কৃতজ্ঞতা জানান। ও নিহত আমজাদ হোসেনের কবর জিয়ারত করেন নেতা কর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com