রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

নওগাঁয় গ্রামীণ নারীদের নিয়ে আলোচনা সভা

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫

নারীর শক্তি গ্রামের সমৃদ্ধি এই স্লোগানকে ধারন করে বিএনপি ঘোষিত সংস্কার কর্মসূচি ৩১ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ এর আলোকে নওগাঁয় গ্রামীন নারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মহাদেবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলা কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। মহাদেবপুর উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, লেখক এবং এ্যাকটিভিস্ট মনিরা সুলতানা, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, মহাদেবপুর উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মতিউর রহমান মতি এবং স্থানীয় নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, ১৭ বছর খুনি হাসিনা, ভারত, রাশিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকদের বিচ্ছিন্ন করতে পারেনি রাজপথ থেকে। আমরা রাজপথের সৈনিক। রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা সদা প্রস্তুত এবং সব সময় অগ্রনী ভুমিকা পালন করবো। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুনের‌্য প্রতিক তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি ৭৭০জন নারী ও পুরুষদের মাঝে ঈদ উপহার বিতরন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com