রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

গলাচিপা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫

গলাচিপা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলা প্রশাসনের হলরুমে সভায় সভাপতিত্ব করেন সুদক্ষ নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। উপজেলা সার্বিক সার অফিস ১৩ জন বৈধ ডিলার সহ-উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার সজল দাস, অতিরিক্তি কৃষি অফিসার আকরামুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার হাসিম আলী, প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেয়। সভায়-উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আরজু আক্তার-উপজেলার সার ও বীজ বরাদ্দ এবং কৃষকের মাঝে আমন বোরো-আউশ মৌসুমে উপজেলার চাহিদা সহ-শীতকালীন রবিশস্য তরমুজ-মুগ-বাদাম সহ শাকসবজি উৎপাদনে প্রান্তিক পর্যায়ে স্যার ডিলারদের সংরক্ষণ করে কৃষকের চাহিদা পূরণে সকল ডিলারদের দায়িত্বশীল হতে হবে। কোন প্রকার সার-বীজ বালাইনাশক ভেজাল কীটনাশক ঔষধ বিক্রি বন্ধ করার ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সবাই সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকল ডিলারদের সরকারের নির্দেশনা অনুযায়ী রুটিন ওয়ার্ক কাজ করতে হবে এবং সার চোরা চালান, সারের রুট পরিবর্তন করে অন্যত্র স্থানে বাড়তি মূল্যে বিক্রি যাতে না হয় সে ব্যাপারে প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। গলাচিপা সার মনিটরিং কমিটির কার্যক্রম এবং ডিলারদের কোন অনিয়ম-দুর্নীতি না থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com