শনিবার সকালে বগুড়ায় জিলা স্কুল মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে কিন্ডার গার্টেন কল্যান এ্যাসোসিয়েশন এর আয়োজনে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবং বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন বগুড়া পৌরসভা ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু। বাংলাদেশ কিন্ডার গার্টেন কল্যান এ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আঃ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তনছের আলী প্রাং, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাফরুহা জোয়ায়রা, বাংলাদেশ কিন্ডার গার্টেন কল্যান এ্যাসোসিয়েশনের বগুড়া শাখার উপদেষ্টা রুহুল আমিন সরকার, হাসমতুল্লাহ খান মুন্না, মাহি বুক ডিপো ও আল আমিন প্রকাশনীর সত্ত্বাধিকারী আলমগীর হোসেনসহ শিক্ষার্থী, অভিভাবক এ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ। প্লে থেকে ৫ম শ্রণি পর্যন্ত ১৫টি স্কুলের মোট ১০৫০ শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করে ৩০০ জন কৃতকার্য হয়েছে। এতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৮০ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে প্রায় ২শত ২০জন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।