রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাগান পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫

চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী ও ফটিকছড়ি রেঞ্জের দেশীয় প্রজাতির সৃজিত নতুন বাগান পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল। শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার শোভনছড়ি ও বিকালে হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শন করে তারা সুফল প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরে কার্যক্রম ও সহযোগিতামূলক বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত সুবিধা ভোগীদের সাথে মত বিনিময় সভা করেন প্রতিনিধি দল। এসময় সুফল প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, উপ প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আব্রাহাম হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) এস এম কায়চার, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিন) আব্দুল্লাহ আল মামুন, সুফল প্রকল্পের টাস্ক টিম লিডার ডক্টর ইশতিয়াক সোবহান, ওয়াল্ড ব্যাংকের প্যাক্টিস ম্যানেজার ক্রিশ্চিয়ান আলবার্ড পিটার, আই সি আর টিম লিডার এন্ড্রু মিচেল, কনসালটেন্ট মাইলস ম্যাক ডোনাগ, কিত্তি নিশান চাকমা, আলেকজেন্ডার প্যাট্রিকসহ সুফল প্রকল্পের উপকারভোগী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিনিধিদল সুফল ভোগিদের বক্তব্য শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। উপকার ভোগীরা বিভিন্ন খাতে ঋণ নিয়ে সেই ঋণ দিয়ে কিভাবে জীবিকা নির্বাহ করছেন তাও শুনেছেন। এছাড়াও যারা ঋণ নিয়ে আবার পরিশোধ করেছেন তাদের সাধুবাদ জানিয়েছেন বিশ্ব ব্যাংক প্রতিনিধিরা। ভবিষ্যতে তারা আরো কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com