রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

এনসিপিতে যোগ দিলেন আ.লীগ নেতাসহ ২ শতাধিক মৎস্য ব্যবসায়ী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫

খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হাওলাদার শনিবার দুপুরে এনসিপিতে যোগদেন
মাদারীপুরে এক আওয়ামী লীগ নেতা ও সাবেক এক কাউন্সিলরসহ মৎস্য ব্যবসায়ী সমিতির দুই শতাধিক সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। গতকাল শনিবার (১৭ মে) দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপজেলা এনসিপি নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে যোগ দেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদারসহ মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজৈর উপজেলা এনসিপি প্রতিনিধি মহাসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী বাচ্চু বাঘা, স্থানীয় বাসিন্দা মনির ফকিরসহ উপজেলা এনসিপির নেতাকর্মীরা। এনসিপিতে যোগ দেওয়া খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হাওলাদার বলেন, “আমি ৫ আগস্টের আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি। ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া দুই ছেলে আন্দোলন করেছে। আমি তাতে সমর্থন করেছি।”
তিনি বলেন, “এনসিপি দল গঠনের পর থেকে দেখছি, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করছে। দেশকে ভালো একটা পর্যায়ে পৌঁছে দিতে তারা কাজ করছে। তাদের এই আদর্শে আদর্শিত হয়ে আজকে এনসিপিতে যোগ দিলাম।”
আমিনুল হাওলাদার বলেন, “আমাদের মৎস্য ব্যবসায়ী সমিতির যত নেতাকর্মী ও সদস্য আছে সবাইকে নিয়ে এনসিপির একটা দুর্গ গড়ে তুলব। আমি তাদের সবধরনের সহযোগিতা করব।”
এনসিপির রাজৈর উপজেলার এক প্রতিনিধি মহাসিন ফকির বলেন, “আমাদের সততা ও আদর্শ দেখে আনুষ্ঠানিকতার মাধ্যমে আজ খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদারসহ টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সবাই এনসিপিতে যোগ দিয়েছেন।” এনসিপির রাজৈর উপজেলার অপর প্রতিনিধি জাবের হাওলাদার বলেন, “১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামি করার জন্য না।”
তিনি আরো বলেন, “এদেশে যেন ফ্যাসিস্ট তৈরি না হয়, কেউ যেন এক নায়কতন্ত্র কায়েম করতে না পারে, জুলুম-নির্যাতন, সন্ত্রাসী-চাঁদাবাজি করতে যাতে কেউ না পারেন সেজন্য আমরা সব ছাত্র-জনতা, আলেম-ওলামাকে ঐক্যবদ্ধ করব। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাই বাংলাদেশে। আজকে দুইশ’র বেশি সাধারণ মাছ ব্যবসায়ী আমাদের দলে যোগ দিয়েছেন।”




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com