রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন ফিচারে যে সুবিধা পাবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারাবিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে।
শুধু ব্যক্তিগত কাজ নয়, অফিসসহ যাবতীয় কাজেই ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মে প্রচুর গ্রুপে অ্যাড থাকেন অনেকে। সেখানে চ্যাট করে থাকেন। বন্ধু, পরিবার, অফিসের কলিগদেরও আলাদা আলাদা গ্রুপ থাকে। কিন্তু এতো গ্রুপে কথা বলা একটু ঝামেলা বটে।
এখন গ্রুপ চ্যাটে টাইপ করার ঝামেলা শেষ। হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস চ্যাট নামে একটি নতুন টুল চালু করেছে, যা কথোপকথনকে আরও সহজ এবং মজাদার করে তুলবে।
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি বিশেষ করে সেইসব লোকেদের জন্য দরকারি, যারা গ্রুপে লম্বা মেসেজ টাইপ করা এড়াতে চান। এখন আপনি গ্রুপ চ্যাটে সরাসরি আপনার ভয়েসের মাধ্যমে কথা বলতে পারবেন, তাও হ্যান্ডস-ফ্রি এবং রিয়েল-টাইমে। অর্থাৎ, কল না করেই সরাসরি গ্রুপে লাইভ ভয়েস চ্যাট শুরু করা যাবে যেন আপনি মুখোমুখি কথা বলছেন।
প্রাথমিকভাবে, এই ফিচারটি শুধুমাত্র বড় গ্রুপের জন্য চালু করা হয়েছিল, তবে এখন এটি সব গ্রুপের জন্য আনা হয়েছে এই ফিচার। আপনার গ্রুপে ৩-৪ জন অথবা ১০০ জনের বেশি সদস্য থাকুক না কেন, এখন সকল ব্যবহারকারী এই ভয়েস চ্যাটের সুবিধা নিতে পারবেন।
এই বৈশিষ্ট্যটি ধীরে ধীরে সকল ব্যবহারকারীর জন্য দেওয়া হচ্ছে। যদি এই আপডেটটি আপনার ফোনে এখনও না আসে, তাহলে একটু অপেক্ষা করুন, শিগগির এটি আপনার ডিভাইসেও পাওয়া যাবে। এই বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই কাজ করবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com