রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

দিনে একবার ফোন চার্জ করতে কত টাকা লাগে জানেন?

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫

স্মার্টফোন এখন সবার পরম সঙ্গী। ঘরে কিংবা বাইরে যান সঙ্গে স্মার্টফোন থাকলে মানিব্যাগও প্রয়োজন পরে না। তবে এতো জরুরি ডিভাইসটিকে সচল রাখতে প্রয়োজন সময়মতো চার্জ করা। দিনে অনেকে একবার কেউ আবার একাধিকবার ফোন চার্জ করেন। এটি আসলে নির্ভর করে ফোনের ব্যবহারের উপর।
কখনো কি ভেবে দেখেছেন, একবার ফোন চার্জ করতে আপনার কতটুকু বিদ্যুৎ খরচ হয়। ফোন চার্জ করতে খুব কম পরিমাণে বিদ্যুৎ খরচ হয়। আসুন মোবাইলে চার্জ দিতে আপনার মোট কত টাকা খরচ হয় তার একটি হিসাব করে নেওয়া যাক-
সাধারণত একটি ফোন চার্জারের শক্তি ৫ থেকে ২০ ওয়াটের মধ্যে হয়। একটি সাধারণ চার্জার প্রায় ৫ ওয়াটের হয়। দ্রুত চার্জারগুলো ১৮-২০ ওয়াট বা তার বেশি হতে পারে। ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১ থেকে ২ ঘণ্টা সময় লাগে। এটি ফোন মডেল এবং চার্জারের উপর নির্ভর করে।
ধরুন আপনি ১০ ওয়াটের চার্জার দিয়ে ২ ঘণ্টায় ফোনটি চার্জ করেন। তাহলে বিদ্যুৎ খরচ = ১০ ওয়াট দ্ধ ২ ঘণ্টা = ২০ ওয়াট (ওয়াট-ঘণ্টা) = ০.০২ ইউনিট। এর মানে হল ফোনটি একবার চার্জ করতে মাত্র ০.০২ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়। প্রতিদিন একবার ফোন চার্জ দিলে ০.০২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। সুতরাং বছরে খরচ হয় ০.০২ দ্ধ ৩৬৫ = বার্ষিক প্রায় ৭ থেকে ১০ ইউনিট বিদ্যুৎ।
যদি বিদ্যুতের হার প্রতি ইউনিট ৭ টাকা ৫০ পয়সা হয়, তাহলে বছরে চার্জিং খরচ ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত হবে। তবে এই খরচ ইউনিট খরচের উপর নির্ভর করে। আপনার এলাকার বর্তমান প্রতি ইউনিট বিদ্যুতের হারের উপর ভিত্তি করে একটি ফোন চার্জ করতে কত খরচ হবে তা অনুমান করতে পারেন।
তবে আপনার ফোন যখন চার্জে থাকে কিন্তু চার্জারটি প্লাগ ইন থাকে, তখনো কিছু বিদ্যুৎ খরচ হয়। আপনার বিদ্যুৎ বিল যাতে না বাড়ে, তার জন্য ফোন চার্জ করার পর চার্জারটি খুলে রাখুন। পুরোনো চার্জারের পরিবর্তে নতুন এবং আরও দক্ষ চার্জার ব্যবহার করুন। এতে বিদ্যুৎ খরচ অনেক সাশ্রয়ী হবে।
সূত্র: লাইফওয়্যার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com