রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মুজিবুর রহমান দুলু আর নেই

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্র সম্পাদক মুজিবুর রহমান দুলু মারা গেছেন। তাকে সম্প্রতি রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন
চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি মুজিবুর রহমান দুলুর বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।
‘নয়ন মনি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মুজিবুর রহমান দুলু। এরপর ‘সুজন সখী’, ‘মিন্টু আমার নাম’, ‘অভাগী’, ‘ভাত দে’, ‘হাজার বছর ধরে’, ‘৭১ এর মা জননী’সহ প্রায় তিন শতাধিক ছবিতে সম্পাদনার কাজ করেছেন তিনি।
চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গন তথা সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com