রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

নিরাপদে থাকতে নারীরা ফোনে যে ৫ অ্যাপ রাখতে পারেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫

বর্তমান সময়ে নারীদের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রযুক্তির অগ্রগতির ফলে স্মার্টফোনে কিছু অ্যাপ ব্যবহার করে নারী তার নিরাপত্তা ও আত্মরক্ষায় সচেতন থাকতে পারেন।
নারীদের নিরাপত্তায় সহায়ক হবে এমন ৫টি মোবাইল অ্যাপ সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক-
বিসেফ
এই অ্যাপে ব্যবহারকারী এসওএস বোতাম চাপলেই পূর্বনির্ধারিত কন্টাক্টদের কাছে সাহায্যের সংকেত পৌঁছে যায়। লাইভ লোকেশন শেয়ার করার সুবিধা আছে, যাতে পরিবারের সদস্য বা বন্ধু দ্রুত ট্র্যাক করতে পারে। অডিও ও ভিডিও রেকর্ডিং অপশন আছে যা জরুরি মুহূর্তে প্রমাণ হিসেবে কাজে আসতে পারে। যে কোনো বিপদজনক পরিস্থিতিতে সহজেই সহায়তা চাওয়া সম্ভব হয় এবং প্রমাণ রাখা যায়।
সেফটিপিন
এটি একটি নিরাপত্তা-নিরীক্ষণ অ্যাপ যা ব্যবহারকারীর চারপাশের এলাকার নিরাপত্তা রেটিং দেখায়। অ্যাপে রাস্তার আলো, চলাচলকারী মানুষের সংখ্যা, পুলিশি তৎপরতা ইত্যাদি বিবেচনায় নিয়ে এলাকাকে নিরাপদ, ঝুঁকিপূর্ণ অথবা অনিরাপদ হিসাবে চিহ্নিত করা হয়। ব্যবহারকারী চাইলে নিজের মতামত ও ছবি দিয়েও নিরাপত্তা রেটিং আপডেট করতে পারে। অপরিচিত এলাকা বা রাতের সময়ে কোথায় চলাফেরা নিরাপদ তা আগে থেকেই বুঝে নেওয়া যায়।
সিটিজেনসিওপ
এই অ্যাপের মাধ্যমে যে কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ পুলিশকে জানানো যায়। লোকেশন ট্র্যাকিং ও ঝঙঝ সেবা আছে। পুলিশ বা অন্যান্য সেবা সংস্থার সাথে দ্রুত যোগাযোগ করার অপশন রয়েছে। বিপদের মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য পাওয়া সহজ হয় এবং অপরাধীদের বিরুদ্ধে রিপোর্ট করা যায়।
লাইফ৩৬০
পরিবার ও বন্ধুদের নিয়ে একটি সার্কেল তৈরি করে একে অপরের লাইভ লোকেশন ট্র্যাক করা যায়। কেউ কোনো জায়গায় পৌঁছালে বা বের হলে তা স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন দিয়ে জানানো হয়। জরুরি মুহূর্তে লোকেশনসহ এসওএস বার্তা পাঠানো যায়। আপনি একা চলাফেরার সময় পরিবারের সদস্যরা সহজেই জানতে পারে ব্যবহারকারী কোথায় আছেন।
সেক২সেফটি
এই অ্যাপটি ব্যবহারকারী ফোন ঝাঁকালেই বা পাওয়ার বাটন কয়েকবার চাপলেই নির্ধারিত নম্বরে এসওএস বার্তা ও লোকেশন পাঠিয়ে দেয়। ইন্টারনেট ছাড়াও এসএমএস ও কলের মাধ্যমে সহায়তা পাঠানো যায়। হাত ব্যস্ত থাকলেও মাত্র এক ঝাঁকুনিতেই সহায়তা চাওয়া যায়, যা হঠাৎ বিপদের সময় খুব কার্যকর।
এই অ্যাপগুলো নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শুধু অ্যাপ ব্যবহার করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। এর পাশাপাশি সচেতনতা, আত্মরক্ষা প্রশিক্ষণ ও আশেপাশের পরিবেশ সম্পর্কে ধারণাও জরুরি। স্মার্টফোনে উপযুক্ত সুরক্ষা অ্যাপ রেখে একজন নারী নিজেকে আরও আত্মবিশ্বাসী ও নিরাপদ রাখতে পারেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com