রবিবার, ১৫ জুন ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ১০ নম্বরে নেমে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫

বাংলাদেশ ক্রিকেটে অবনমনের খবর যেন থামছেই না। কদিন আগে আইসিসি র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতে ১০ নম্বরে নেমে যায় টাইগাররা। এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও ১০ নম্বর দল হয়ে গেলো বাংলাদেশ। টেস্টের অবস্থাও খুব ভালো নয়, অবস্থান ৯ নম্বরে।
টি-টোয়েন্টিতে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। আগে ছিল নয় নম্বরে। শুক্রবার (৩০ মে) প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে লিটন দাসের দল।
সেটা অনুমিতই ছিল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের কাছেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ।
টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ ৫ পয়েন্ট খুইয়েছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। আফগানিস্তান ২২৩ পয়েন্ট নিয়ে টপকে গেছে টাইগারদের। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।
২৭১ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ২৬২। পরের অবস্থাগুলো যথাক্রমে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজের (২৪৬)। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও পাকিস্তান আগের মতোই আছে আট নম্বরে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাকিস্তানের পয়েন্ট এখন ২২৯। বাংলাদেশের বিপক্ষে আগের সিরিজ জেতা সংযুক্ত আরব আমিরাত আছে ১৫ নম্বরে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com