রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

বিসিবির সভাপতি পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫

ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত করার প্রক্রিয়াকে অনেকে বলছেন সরকারী হস্তক্ষেপ। সেটি হলে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি থেকে শাস্তির শঙ্কাও থাকে। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সে ধরনের কোনো শঙ্কা নেই। উল্টো বিসিবির এই পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছে আইসিসি।
এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘বলা হচ্ছে সরকারী হস্তক্ষেপের কথা। এখানে সরকারী হস্তক্ষেপের কিছু নেই। সরকার তার যতটুকু ক্ষমতা, যতটুকু এখতিয়ার, সেই বিবেচনায় কাজ করেছেন। দু’জন পরিচালক দেওয়ার ক্ষমতা সরকারের আছে। সরকার সেই জায়গায় পরবির্তন করেছে। সরকার সভাপতি অপসারণ করেনি।’
আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা উড়িয়ে আসিফ মাহমুদ আরও বলেন, ‘অনেকে আইসিসির নিষেধাজ্ঞার কথাও বলেছেন। আমাদের আইসিসির সঙ্গে যথোপযুক্তভাবে যোগাযোগ হয়েছে। যিনি এখন সভাপতি হয়ে এসেছেন তিনি নিজেও আইসিসিতে দীর্ঘসময় কাজ করে এসেছেন। যোগাযোগের কোনো গ্যাপ আমাদের দিক থেকে নেই। আমাদের এই প্রক্রিয়াকে আইসিসি সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান ক্রিকেটের যে অবস্থা সেটা আইসিসিরও অজানা নয়। সেই জায়গা থেকে তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে।’
ক্রীড়া উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, ৮ জন পরিচালকের কথায় সভাপতি পরিবর্তন করাটা ঠিক হলো কি না। এ নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। ক্রীড়া উপদেষ্টা করো কথাকে গুরুত্ব না দিয়ে বাস্তবতার নিরিখেই পরিবর্তনের কথা বলেছেন।
তিনি স্পষ্টই বলেছেন, ‘কে কী বলেছে সেটা গুরুত্বূপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কারণটা কী। আপনারা দেখেছেন বিপিএল নিয়ে অনেক রিপোর্ট হয়েছে। সেই অনুযায়ী আমরা সত্যানুসন্ধান কমিটি করেছিলাম। আমরা কারণগুলো বিবেচনায় নিয়েছি। কে কী বললো এগুলো দেখার বিষয় না।’
আসিফ মাহমুদ বলেন, ‘আমি মনে করি, দেশের ১৬ কোটি মানুষ চায় ক্রিকেটটা ভালো করুক। আমার ফোকাসটা হচ্ছে ক্রিকেটটা কীভাবে ভালো করবে। এ রকম নয় যে, কোন ব্যক্তিকে বসালাম। এখানে আমি আমিনুল ভাইকেও চিনি না, ফারুক ভাইকেও চিনতাম না। ক্রিকেট সংশ্লিষ্ট দশজন মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের মতামতের ভিত্তিতেই তখন ফারুক ভাইকে এনেছিলাম। প্রশাসনিক জায়গায় সেইরকম কাজ হয়নি। ক্রিকেট ঐতিহাসিকভাবে তলানিতে চলে যাচ্ছে। এটা উদ্বেগের কারণ। আমরা ক্রিকেটের উন্নতির জন্য কারণগুলোকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি।’
নতুন সভাপতিকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘যতটুকু জানি, বিসিবির নির্বাচন অক্টোবর। নতুন প্রেসিডেন্টকে আমরা এখনো কোনো সময় সীমা দেইনি। আমিনুল ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম, আপনি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান কিনা। উনি আইসিসিতে যে বেতন পান, আমরা উনাকে সেটা অফার করতে পারছি না। এটা একটা সম্মানীয় পদ। প্রস্তাব পেতেই তিনি হ্যাঁ বলেছেন। কোন ক্যাপাসিটিতে বুলবুলকে আনবো তখনও আমরা তা ঠিক করিনি। পরিচালকরা নিয়মানুযায়ী উনাকে সভাপতি পদে নির্বাচিত করেছেন।’
আপনি বলছিলেন ফারুক আহমেদের সাথে কথা বলেছেন। কী বলেছিলেন তাকে? জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘যখন রিপোর্টটা আমাদের হাতে আসলাে এবং ৮ জন পরিচালক অনাস্থা জানালেন, তখন ফারুক ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আমি উভয় পক্ষকে বলেছিলাম যেন বিষয়টি গোপন থাকে; কিন্তু শেষ পর্যন্ত জিনিসিটা আর গোপন ছিল না। ফারুক ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল ক্রিকেটের পরিস্থতিটা খারাপ না করে, পানি ঘোলা না করে আমরা সমাধান করতে পারি কি না। উনি নিজে থেকে যদি সরে যেতেন, তাহলে হয়তো আমাদেরকে তার পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না। সেটা আর সম্ভব হয়নি। যে কারণে আমাদেরকে উদ্যোগ নিতে হয়েছে। জোরপূর্বক কাউকে অপাসরণ করিনি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com