রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

মিস ওয়ার্ল্ড হলেন থাইল্যান্ডের সুচাতা

বিনোদন:
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫

৭২তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াঙ্গশ্রী। এবারের প্রতিযোগিতা হায়দরাবাদে ভারতের অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হাসেট দেরেজে। ভারতের মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া নন্দিনী গুপ্ত শেষ করলেন প্রথম কুড়িতে। গত বছরের পর এবারও ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। অংশ নিয়েছিলেন ১০৮টি দেশের প্রতিযোগীরা। শনিবার খেতাব জেতার পরে সুচাতাকে গতবারের মিস ওয়ার্ল্ড চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা বিজয়ীর মুকুট পরিয়ে দেন। ফুকেটে জন্মগ্রহণ করা এই সুচাতা একজন থাই মডেল। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সেই তিনি স্তন ক্যান্সারের শিকার হন। তারপর থেকে শুরু হয় লড়াই। থাইল্যান্ডে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার বার্তা ছড়াতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। এর আগে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় থাইল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন সুচাতা। সেখানে তিনি তৃতীয় রানার-আপ হয়েছিলেন। এবারের প্রতিযোগিতায় নজর ছিল মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া নন্দিনী গুপ্তর দিকে। কিন্তু তিনি কুড়ি নম্বরে শেষ করলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com